ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ০:৪৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করুক: প্রধানমন্ত্রী সবজির বাজারে স্বস্তি নেই যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

বাঘারপাড়ায় আখের বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর জেলার বাঘারপাড়ায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। উপযুক্ত দামে আখ বিক্রি করতে পারায় খুশি কৃষকেরা। রোগবালাই কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ফলন ভালো হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, এ বছর বাঘারপাড়াতে ৯০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। যা গতছরের তুলনায় ৫ হেক্টর বেশি। উপজেলার দোহাকুলা ইউনিয়নের দোহাকুলা, শুকদেবনগর, নওয়াপাড়া বহরমপুর গ্রামে বেশি আখ চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে এ ইউনিয়নে ৫৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। অন্য ইউনিয়নের মধ্যে নারিকেল বাড়িয়ায় ১১হেক্টর, দরাজহাটে ৯ হেক্টর, জামদিয়ায়, ৮ হেক্টর, বাসুয়াড়িতে ৩ এবং পৌরসভায় এলাকায় ১ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে।

বাঘারপাড়ায় এক সময় ঢাকা, বরিশাল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ব্যাপারীরা আখ কিনতে আসতেন। সেই ব্যাপারীরা অনেকে আগের মতো আর আসেন না। পরিবহন খরচ বেশি হওয়া তারা অন্য দিকে ঝুঁকছে। বাঘারপাড়ার আখের মান ভালো হওয়ায় বর্তমানে পার্শ্ববর্তী মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার ব্যাপারীরা এ অঞ্চলের আখের প্রধান ক্রেতা।


দোহাকুলা গ্রামের চাষি শামীম ওসমান বলেন, আমি ২৭ শতক জমিতে আখ চাষ করে ১ লাখ ৩২ হাজার টাকা বিক্রি করেছি। একই গ্রামের আমানত আলী পনেরো শতক জমির আখ ৯০ হাজার টাকা বিক্রি করেছে। কৃষি কর্মকর্তা সায়েদা নাসরিন জাহান বলেন, গতবছরের চেয়ে এবার আখ চাষ বেশি হয়েছে।