ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ৫:৩৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

বিমানবাহিনীতে আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ বিমানবাহিনীর ৮৬ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন করার সময় বাড়ল। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ওয়েব সাইট ও মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করা যাবে ১০ এপ্রিল ২০২২ পর্যন্ত। এর আগে আবেদনের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি, ২০২২।

পদের নাম : অফিসার ক্যাডেট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। ও লেভেল পাস করলেও আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অবিবাহিত হতে হবে। ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে জিডি (পি) ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। ওজন নির্ধারণ হবে বয়স ও উচ্চতা অনুসারে। চোখ কালার প্রটেকশন স্ট্যান্ডার্ড-১ অনুসারে  ৬/৬ হতে হবে।

বেতন সুযোগ সুবিধা : প্রশিক্ষণকালীন ভাতা মাসে ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে অন্যান্য ভাতা ও বাংলাদেশ বিমানবাহিনীর নীতিমালা অনুসারে সুবিধা প্রদান করা হবে।