ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৫:৩৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফের অস্থির ডিমের বাজার এক সপ্তাহ পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

বিশ্বরেকর্ড গড়ে মালদ্বীপকে হারালো নেপালের মেয়েরা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালদ্বীপ নারী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ৫ বলেই ১০ উইকেটের জয় তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়লো নেপালের প্রমীলারা। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের ১৩তম আসরে প্রথম ম্যাচে এই জয় পায় নেপালের নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে অলআউট হয়ে যায় মালদ্বীপের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ বলেই ১০ উইকেটের জয় তুলে নেয় নেপাল। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড।

ইনিংসের প্রথম ওভারেই ৫ বলে ৩টি চার মেরে দলকে বিজয় এনে দেন নেপালি ওপেনার কাজল শ্রেষ্ঠা।

এর আগে, অবশ্য মালদ্বীপের ব্যাটসম্যানদের ওপর বিধ্বংসী রূপ ধারণ করে নেপালের অঞ্জলি চাঁদ।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন রান না দিয়ে ৬ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন নেপালের এই প্রমীলা ক্রিকেটার। বিরল এই রেকর্ডটি করতে অঞ্জলি খরচ করেন ২ দশমিক ১ ওভার।

-জেডসি