ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি

ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি

বিয়ের পরে ঘর সাজানোর প্রয়োজনীয় আসবাবপত্র খুঁজছেন? ঘর সাজাতে প্রয়োজন খাট, ওয়ারড্রব, আলনা, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি। জেনে নিন রাজধানীর কোথায় এসবের দোকান রয়েছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে।

কাঠ অনুযায়ী ডাবল খাটের দাম পড়বে ২০ থেকে ৭০ হাজার টাকা। শোবার ঘরের শোফা কাঠ অনুযায়ী কিনতে খরচ হবে ১২ থেকে ৩০ হাজার টাকা। বেড সাইড টেবিলের দাম পড়বে ৭ থেকে ১৯ হাজার টাকা। ড্রেসিং টেবিল কিনতে গুনতে হবে ১১ থেকে ৪৫ হাজার টাকা। আর ড্রেসিং টেবিল টুলের দাম ২ থেকে ৬ হাজার টাকা।

ওয়ারড্রব পাবেন সাড়ে ২৫ হাজার থেকে ৬৫হাজার টাকায়। কাঠ গুলো সাধারণত , মেহুগুনী, ঘোড়া নিম , জাত নিম, কাঠাল কাঠ, ইত্যাদির হয়ে থাক। কাঠ গাছের ধরণ অনুযায়ী দামের তারতম্য  হয়।

এছাড়াও পছন্দসই ডিজাইনের আসবাবপত্র দিয়ে ঘর সাজানোর সুযোগ নিতে হলে  সকল আসবাব দাম নির্ভর করবে পণ্যের ডিজাইনের উপর।

অটবি: ডাবল খাট ১৩ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা। ৮ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় পাওয়া যাবে আলমারি। ড্রেসিং টেবিলের দাম পড়বে সাড়ে ৭ হাজার থেকে ৮০ হাজার টাকা। ৩০ হাজার বাজেটে মিলবে ওয়ারড্রব।
শোরুম আছে রাজধানীর ওয়ারি, উত্তরা, ধানমণ্ডি, সাভার, এলিফ্যান্ট রোড, গুলশান ১, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও পান্থপথে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুরে শোরুম আছে প্রতিষ্ঠানটির।
এছাড়া হাই ফ্যাশন গ্যালারি, পারটেক্স, নাভানা, আখতার, জারা, উড মার্ক ইত্যাদি ব্রান্ডের শোরুম ঘুরে কিনে নিতে পারেন প্রয়োজনীয় আসবাবপত্র।
লোকাল ফার্ণিচার: সাশ্রয়ী মূল্যে আসবাবপত্র কিনতে ঘুরে আসতে পারেন রাজধানীর পান্থপথে। বসুন্ধরা শপিং মলের উল্টা দিক থেকে শূরু করে কারওয়ান বাজার মোড় পর্যন্ত সারিবদ্ধভাবে রয়েছে প্রায় শতাধিক আসবাবপত্রের দোকান।
এছাড়াও সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমির পাশে, মিরপুর স্টেডিয়াম, মিরপুর-২, প্রগতি সরণি, বারিধারা জে-ব্লক, বাড্ডা, যাত্রাবাড়ি এলাকাতেও পাওয়া যাবে আসবাবপত্রের দোকান।
খাটের দাম পড়বে ২২ হাজার থেকে ১ লাখ১০ হাজার টাকা। ওয়ারড্রব ১৫ থেকে ৩০ হাজার টাকা। ড্রেসিং টেবিল মিলবে ৬ থেকে ৩০ হাজার টাকায়।
শোকেইস পাওয়া যাবে ১৭ থেকে ৬৫হাজার টাকায়। আলমারি আছে, ১০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। বেড সাইড টেবিল কিনতে খরচ হবে সাড়ে ৪ থেকে ৬ হাজার টাকা।
সোফা কিনতে গুনতে হবে ১১ থেকে ৫৫ হাজার টাকা। টি টেবিল পাবেন ৩ থেকে ১৩ হাজার টাকায়। ডাইনিং টেবিলের দাম ৪ থেকে ২৫ হাজার টাকা।

জাহাজের আসবাবপত্র: জাহাজের ফার্ণিচার পুরানো তবে একটু ভালো মানের ও দীর্ঘস্থায়ী আসবাব কিনতে চাইলে ঢুকে পড়তে পারেন জাহাজের ফার্ণিচার দোকানে। পান্থপথে বসুন্ধরা সিটি পার হয়ে কারওয়ান বাজারের দিকে কয়েক পা এগোলেই পেয়ে যাবেন এরকমই একটি দোকান, ডিসি ফরেন ফার্নিচার।
দোকানের কমর্কতা জানালেন, ২০ বছর ধরে জাহাজের আসবাব বিক্রি করছেন তারা। দেশি-বিদেশি অকেজো জাহাজগুলো থেকে নিলামে ফার্নিচার কিনে আনেন দোকানের মালিক ।
দোকানের ম্যানেজার আবু তালেব জানালেন, জাহাজের ফার্নিচারগুলো মূলত হয় ওক কাঠের। জাহাজের আসবাব ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসবাব আমদানি করেন তারা, ক্রেতাদের অর্ডার অনুযায়ি বানিয়েও দেন।
শখের হোক আর প্রয়োজনীয়, সবরকম আসবাব আছে বিশাল এই দোকানে। ড্রয়িং রুমের টেবিল, ডাইনিং টেবিল-চেয়ার সেট, টি টেবিল, কম্পিউটার টেবিল, রকিং চেয়ার, অফিসিয়াল চেয়ার, বাচ্চাদের দোলনা, দেয়ালের তাক, ছোট-বড় আলমারি, ওয়ারড্রব, খাট আরও কত কি!
দামও ক্রয়সীমার মধ্যেই। চেয়ার পাবেন ২শ’ থেকে শুরু করে ১২ হাজার টাকায়। খাট কিনতে পড়বে৩ থেকে ৫৫ হাজার টাকা। ওয়ারড্রব ৩  হাজার থেকে ৬ হাজার টাকা, আলমারি পাবেন ৫ হাজার থেকে ১৪ হাজার টাকায়।
এছাড়াও আছে আসবাবের প্যাকেজ, যাতে থাকবে একই ডিজাইনের খাট, ড্রেসিং টেবিল, শোকেইস, আলমারি ইত্যাদি। দাম পড়বে ১.৫ থেকে ২.৫ লাখ টাকা।