ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১১:৩১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

ভারতে একদিনে করোনায় মৃত্যু ২৭২৬, শনাক্ত ৬০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বেশ কিছু রাজ্যে কড়া বিধিনিষেধ। প্রশাসনের প্রচার এবং সাধারণ মানুষের সচেতনতার সুফল। হু হু করে নামছে ভারতের করোনা সংক্রমণের গ্রাফ। মঙ্গলবার দেশটির দৈনিক আক্রান্তের গ্রাফ নামতে নামতে ৬০ হাজারের ঘরে চলে এসেছে। যা কিনা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু তাই নয়, দেশটির দৈনিক মৃত্যুর হারও কমছে পাল্লা দিয়ে। কমছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ, সার্বিকভাবে ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে ভারতের করোনা সংক্রমণের হার।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশটির দৈনিক সংক্রমণের হার অনেক দিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। ইতোমধ্যেই ভারতে ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি মানুষের। সূত্র : সংবাদ প্রতিদিন


-জেডসি