ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৮:৫১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৯৩, শনাক্ত ৪১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বেশিরভাগ রাজ্যে করোনার সংক্রমণ কমে এসেছে। পর পর চার দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন।

তবে দেশটির এই নতুন আক্রান্তের বেশিরভাগই হচ্ছে কেরলায়। গত ২৪ ঘণ্টায় শুধু ওই রাজ্যেই আক্রান্ত হয়েছে ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ছয় হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের কিছু বেশি। কর্নাটক ও তামিলনাড়ুতে দু’হাজারের কম। ওড়িষ্যায় দেড় হাজার ও আসামে হাজারের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এনিয়ে দেশটিতে মোট চার লাখ ২৩ হাজার ৮১০ জনের প্রাণ গেল করোনায়। দৈনিক মৃত্যুতে মহারাষ্ট্রে ২০০-এর বেশি, কেরলে ১০০-এর বেশি ও ওড়িষ্যায় ৫০-এর বেশি। বাকি সব রাজ্যে তা ৫০-এর কম।

তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। গত কয়েক দিনে এই সংখ্যা বেড়ে চার লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছে চার লাখ আট হাজার ৯২০ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকা


-জেডসি