ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১, তিন শতাধিক আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
প্রতীকী ছবি।
দেশে ভূমিকম্পে প্রাণহানীর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল নরসিংদীতেেই ৫ জন নিহত হয়েছে । রাজধানীর বংশালে ৩ জন ও মুগদায় ১ জনের মৃত্যু হয়েছে। একজন করে নিহত হয়েছেন নারায়ণগঞ্জে ও গাজীপুরে। ভূমিকম্পে আহতের সংখ্যা তিনশতাধিক।
নরসিংদীতে বাবা-ছেলেসহ নিহত ৫: নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল আহত অবস্থায় পরে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে বাবা ও ছেলেকে ঢামেকে আনা হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ারও মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ওসি মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পে নরসিংদী জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। পাশাপাশি কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫) নামেও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় নিহত বংশালে ৩ ও মুগদায় ১: রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। তারা হলেন- রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন (১২)। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত: ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী শিশু নিহত হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের কালিগঞ্জে গাছ থেকে পড়ে মৃত্য: ভূমিকম্পে গাজীপুরের কালীগঞ্জে সুজিৎ দাস (৩৮)। নামে একজন নিহত হয়েছে। ভূমিকম্পের সময় উপজেলার চানখোলা এলাকার সুবুদের বাড়িতে গাছ কাটতে যান সুজিৎ। তিনি গাছের ওপর থাকার সময় ভূমিকম্প হয়। তাতে গাছ থেক পড়ে যান তিনি। নিহত সুজিত নাগরী ইউনিয়নের আড়াগাও সুখ মোহনের ছেলে। গাছ থেকে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্দার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত তিন শতাধিক: সাম্প্রতিক সময়ের বড় এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নিচে নামতে গিয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবনের ছাদ, ছাদের পলেস্তার, দেয়াল ইত্যাদি ধসে ও হুড়োহুড়িতে অনেকে আহত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত ১০ জন আহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আহত অবস্থায় ১০ জন ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জন চিকিৎসা নিচ্ছেন।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা











