ভেঙেই গেল ববির সঙ্গে প্রযোজক সাকিবের প্রেম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির সাত বছর আগে ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ করতে গিয়ে প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম শুরু। ২০১৯ সালে সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন দুজনে চুটিয়ে প্রেম করছিলেন। এরপর প্রথম দিকে সম্পর্কের গোপনীয়তা থাকলেও পরে তা প্রকাশ্যে আসে। যেটি একসময় ‘ওপেন সিক্রেট’ হয়ে যায়।
একপর্যায়ে অভিনেত্রী ও সাকিব সনেট তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। তারা একসঙ্গে বিনোদন জগতে বিভিন্ন অনুষ্ঠানে হাজিরও হন। সেই থেকে একে অপরের পারিবারিক আয়োজনেও দেখা গেছে। কিন্তু বছরখানেক ধরে দুজনকে আর সেভাবে কোনো আড্ডায় দেখা যাচ্ছে না। এমনকি দুজনের ঘনিষ্ঠজনরাও তাদের সম্পর্কে চুপ। কেউ কেউ বলছেন, তারা এখন আর সম্পর্কে নেই।
এর আগে ২০২৩ সালে বিয়ে করার কথা বলেছিলেন ববি ও সনেট। সেই সময় তারা জানিয়েছিলেন সেই ইচ্ছার কথাও। কিন্তু শেষ পর্যন্ত দুজনের বিয়ের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি। তবে এখন যে অবস্থা, তাতে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুজন ব্যস্ত আছেন নিজেদের কাজকর্ম নিয়ে।
ববি এ মুহূর্তে শুটিং করছেন ‘তছনছ’ নামের একটি সিনেমায়। বদিউল আলম পরিচালিত সিনেমাটিতে তার নায়ক মুন্না খান। ববি আপাতত অভিনয়ে মনোযোগী থাকতে চান, বিয়ে নিয়ে পরে ভাববেন বলে জানিয়েছেন। অন্যদিকে সাকিব সনেট নিয়মিত ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, পারিবারিকভাবে সাকিব সনেটের বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন।
এর আগে ববির এক জন্মদিনে সামাজিক মাধ্যম ফেসবুকে সাকিব সনেট লিখেছিলেন—এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদযাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।
সনেটের এই পোস্ট দেখার পর অনেক ভক্ত তাদের সম্পর্কের বিষয়টি আন্দাজ করেছিলেন। কেউ মন্তব্য করেছিলেন— এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা শুধু। কেউ আবার ধরে নেন, তাদের বিয়েও হয়ে গেছে।
অন্যদিকে সাকিব সনেটের ফেসবুক পোস্ট নিয়ে ববির কাছে জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, সনেটের স্ট্যাটাস দেখে তিনি অবাক হয়েছেন। হাসতে হাসতে তিনি বলেন, এভাবে যে স্ট্যাটাস দেবে, বুঝিনি। তবে এতটুকু বলতে পারি— আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। দুজনের মধ্যে একটি সম্পর্কের জার্নি শুরু হয়েছে।
প্রেমের সম্পর্কের শুরুতে তা স্বীকার না করলেও পোস্ট দেওয়ার পর ববির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন সনেট। তিনি জানিয়েছিলেন, ‘নোলক’ সিনেমার প্রিপ্রোডাকশন চলার সময় তাদের সম্পর্ক শুরু হয়। ছবিটির প্রযোজক ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে দুজন ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন। ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা











