ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২১:০১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

মহিলাবিষয়ক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছয় পদে নিয়োগ পাবেন ১০ হাজার ৯৯৩ জন। আগ্রহী যোগ্য প্রার্থীরা দরখাস্ত করতে পারেন।


চাকরির পদসমূহ : উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে দুজন, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ফিল্ড সুপারভাইজার ১২৮ জন, জেন্ডার প্রমোটার ১ হাজার ৯৫ জন, সংগীত শিক্ষক পদে ৪ হাজার ৮৮৩ জন এবং আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক পদে ৪ হাজার ৮৮৩ জনকে নেওয়া হবে।

 

চাকরির ধরন : প্রকল্প মেয়াদকালের জন্য অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা : উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক (কমার্স) ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে দ্বিতীয় শ্রেণির স্নাতক ও ফিল্ড সুপারভাইজার পদে দ্বিতীয় শ্রেণির স্নাতক হতে হবে। থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। জেন্ডার প্রমোটার পদে এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাওয়া হয়েছে কম্পিউটারে মাইক্রোসফট অফিস চালনার দক্ষতা। এইচএসসি এবং সংগীত ও আবৃত্তি বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে সংগীত শিক্ষক এবং আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক পদে। সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে ১ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষক পদ দুটিতে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১৯ অক্টোবর ২০১৮ তারিখে সব পদে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

 

আবেদনের নিয়ম : সাদা কাগজে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান বা যোগাযোগের ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র তৈরি করতে হবে। সঙ্গে প্রকল্প পরিচালক, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন শাখা, ঢাকার অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত ৯ বাই ৪ সাইজের অব্যবহূত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে প্রকল্প পরিচালক, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর, শাহবাগ, ঢাকা বরাবর। খামের ওপর ডান পাশে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিরতদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

পরীক্ষা পদ্ধতি : মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের কর্মকর্তারা জানান, নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা এখনো নির্ধারিত হয়নি। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় লিখিত বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে।


বেতন-ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে ১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে, ফিল্ড সুপারভাইজার পদে চুক্তিভিত্তিক মাসে ১৫৬৫০ টাকা, জেন্ডার প্রমোটার পদে দৈনিক ১০০০ টাকা, সংগীত শিক্ষক এবং আবৃত্তি বা কণ্ঠশীলন শিক্ষক পদে দৈনিক ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

 

আবেদনের শেষ তারিখ : ১৯ অক্টোবর ।