ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৪:৫৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন ১৯৭৮ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ মেনোত্তি হজের ভিসায় সৌদি সরকারের নতুন নিয়ম প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু আগামীকাল রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু, আহত ৭ বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

মালিবাগে রাস্তা আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা-মালিবাগে সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল সোয়া ১১টার দিকে এয়ার ফ্যাশন নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় কর্মস্থলে মানুষেরা ভোগান্তিতে পড়েন। মূল সড়কে গাড়ি চলতে না পারায় চাপ পড়েছে আশপাশের অন্যান্য সড়কে।

বৃহস্পতিবার সোয়া ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়কে (ডিআইটি রোড) যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এয়ার ফ্যাশন গার্মেন্টের শ্রমিকরা সকালে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে এবং আবুল হোটেলের সামনের সড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে ওই সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, দুই শতাধিক শ্রমিক সেখানে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আমরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১টার দিকে আবার যানচলাচল শুরু হয়।

শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। মালিকপক্ষ বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে মালিকপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।


-জেডসি