ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৭:১২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া, দেখে নিন কোন রুটে কত ব্রাজিলে প্রবল বর্ষণে নিহত ৩৯, নিখোঁজ ৭০ আজ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ বিশ্বব্যাপী ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন জারা জিন্স নিট ওয়ার্স লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা। আজ রোববার সকাল থেকেই মিরপুর-১ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সনি সিনেমা হলের সামনের রোড ব্লক হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জারা জিন্স গার্মেন্টসের মালিক রিয়াজুল ইসলাম রাজু কোনো নোটিশ ছাড়া গত বুধবার গার্মেন্টসে তালা লাগিয়ে দেন। এর পর থেকে তাকে খুঁজে পাচ্ছেন না শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, গত জুলাই ও আগস্ট মাসের বেতন ও ওভারটাইমের পাওনা পরিশোধ না করে গার্মেন্টস মালিক পালিয়ে গেছেন। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শ্রমিকরা আরও জানান, সমস্যার সমাধানে তারা তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) কার্যালয়ে গিয়েছিলেন। তবে বিজিএমই সমস্যা সমাধানের জন্য তিন দিনের সময় নেয়। কিন্তু এই সময়ের মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নামেন।


-জেডসি