ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ০:১২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

যুক্তরাষ্ট্রে বালি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে তীব্র বালি ঝড়ের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় উটাহ অঙ্গরাজ্যের কানোশ শহরের কাছে ইন্টারস্টেট ১৫ মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

উটাহ হাইওয়ে টহল পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে, রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মহাসড়কে গাড়ির পরিমাণ ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। এসময় হঠাৎ করে প্রবল বালি ঝড় শুরু হলে একে একে ২২টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিশুসহ আটজন নিহত হয়।

এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সড়ক পথে ও এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়। 

হাইওয়ে টহল পুলিশ জানিয়েছে, প্রবল বালি ঝড় শুরু হলে রাস্তার দৃশ্যমানতা হ্রাস পায়। ফলে একে একে ২২টি যানবাহন দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে পাঁচজনই একটি গাড়িতে ছিলেন।


-জেডসি