ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ২০:১০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

রাজধানীতে চিকিৎসা করাতে এসে সর্বস্ব খোয়ালেন ৩ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে সর্বস্ব খুইয়েছেন রোগীসহ তিন নারী। স্বজনরা জানিয়েছেন, অচেতন করে তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

ভুক্তভোগীরা হলেন- রোগী মিতা আক্তার (২৫), তার ছোট বোন খুশি আক্তার (২০) ও আরেক রোগীর স্বজন শাহিনূর (৪০)।

সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢামেকের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ অচেতন অবস্থায় ছটফট করতে থাকেন ওই তিন নারী। ঐ সময় ওয়ার্ডে কর্মরত স্টাফরা তাদের জরুরি বিভাগে নিয়ে স্টোম‌্যাক ওয়াশ করে আবার ওয়ার্ডে দিয়ে যান।

অসুস্থ খুশি বলেন, ‘‘মধ্যবয়সী এক নারী দুটো জুস ও একটি কেক দিয়ে জানান, ‘তোমার মা এসব পাঠিয়েছে খেয়ে নাও’। তখন আমার মা বাইরে ছিলেন। এরপর আর কিছু বলতে পারবো না।’’


তিনি আরও বলেন, আমাদের স্টোম‌্যাক ওয়াশ করার পর খোঁজ নিয়ে দেখি আমার বোনের স্বর্ণের কানের দুল, ভ্যানিটি ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।

২১২ নম্বর গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ রওশন আরা বেগম জানান, অজ্ঞান পার্টির খপ্পরে যারা পড়েছেন তারা এখন সুস্থ আছেন।

ওয়ার্ড মাস্টার মো. আবু সাঈদ জানান, দুই মাসের ভেতরে তিনটি অজ্ঞান পার্টির ঘটনা ঘটলো। এখানে একজন রোগীর সাথে চার জন ভিজিটর আসেন। অজ্ঞান পার্টির সদস্যরা এই সুযোগ নিয়ে রোগীর স্বজন সেজে কোমল পানীয়, জুস, কেক খাইয়ে সর্বস্ব লুট করে নেয়। আমরা রোগীদের সবসময় বলি, অন্যের দেওয়া কিছু খাবেন না।

ঢামেক ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিক‌্যালে এরকম ঘটনা প্রায়ই ঘটে। ঢাকার বাহির থেকে আসা বেশিরভাগ রোগী অপরিচিত লোকদের সাথে ভালো মনে মিশে যায়। রোগীর স্বজনদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে।

সকল রোগীর স্বজনদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।