ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৬:৪৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠনের শুনানি পেছাল কুড়িগ্রামে তাপদাহ: বৃষ্টির জন্য নামাজ আদায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই

লন্ডনের মেয়ে মায়রা কীভাবে লাহোরে খুন হলেন

বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

লন্ডনের মেয়ে মায়রা কীভাবে লাহোরে খুন হলেন

লন্ডনের মেয়ে মায়রা কীভাবে লাহোরে খুন হলেন

লন্ডনের বাসিন্দা মায়রা জুলফিকার পাকিস্তানে নিহত হয়েছেন। বিবিসি বলেছে, খুন হবার দু সপ্তাহেরও কম আগে তিনি তার জীবনের ওপর হুমকির কথা লাহোর পুলিশকে জানিয়েছিলেন।

লাহোরে তার ফ্ল্যাটের ভেতর ২৪ বছর বয়সী মায়রা জুলফিকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তেরদিন আগে তিনি এক ব্যক্তির বিরুদ্ধে তাকে বন্দুকের মুখে অপহরণের চেষ্টার অভিযোগ এনে পুলিশের কাছে সুরক্ষা চেয়েছিলেন।

বিবিসি আইনি নথিপত্র দেখে জেনেছে, আইনের স্নাতক মিজ জুলফিকারকে হুমকি দিচ্ছিলেন দুজন পুরুষ, যারা দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন।

পাকিস্তানের পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ময়না তদন্ত অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

গত ২০ এপ্রিল পুলিশের কাছে দায়ের করা নথিতে মিজ জুলফিকার এক ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করেন যে ঐ ব্যক্তি তাকে বন্দুক দেখিয়ে অপহরণ করে এবং তার কয়েকদিন আগে তার ওপর যৌন হামলার চেষ্টা করে।

তিনি বলেন, পথচারীদের সতর্ক করে দিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু ঐ ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলে-' ‌
‌‌তুমি পালাতে পারবে না, আমি তোমাকে খুন করব'।

মিজ জুলফিকার লােহােরর অিভজাত এলাকায় একটি ভবনের উপরের তলার ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। এলাকার বাসিন্দারা বলেছে পুলিশ আগে অভিযুক্ত অপহরণের সাথে জড়িত একটি গাড়ির সন্ধানে ঐ এলাাকার সিসিটিভি ফুটেজ নিতে পাড়ায় এসেছিল।

নাম পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রতিবেশি বিবিসিকে বলেছেন - ঐ ফ্ল্যাট থেকে প্রায়ই চিৎকার করে তর্কবিতর্কের শব্দ শোনা যেত, এবং একবার একাধিক পুরুষকে রাস্তা থেকে ছুরি দেখিয়ে মিজ জুলফিকারকে হুমকি দিতে দেখা গেছে।

এইসব বক্তব্য নিয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

গত সোমবার সকালে ঐ ফ্ল্যাটের গৃহ পরিচারিকা মিজ জুলফিকারের মৃতদেহ দেখার পর জরুরি ব্যবস্থায় খবর দেন।

মিজ জুলফিকারকে দুবার গুলি করা হয়েছে, এবং পুলিশের ধারণা তার শ্বাসরোধও করা হয়ে থাকতে পারে।

বাসিন্দারা ভোরবেলা চিৎকার শুনতে পান বলে বর্ণনা করেন।

মিজ জুলফিকার পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে প্রায় দুই মাস আগে মা-বাবার সাথে পাকিস্তানে যান।

তার বাবা-মা ব্রিটেনে ফিরে গেলেও  মিজ জুলফিকার পাকিস্তানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার লাহোরে মায়রা জুলফিকারের দাফন হয়। সেখানে তার বাবা উপস্থিত ছিলেন। তিনি মেয়ের শেষকৃত্যে যোগ দিতে পাকিস্তানে যান।

পশ্চিম লন্ডনে যেখানে তার পরিবার থাকেন সেখানেও আইনের স্নাতক মিজ জুলফিকারের জানাজা হয়।

ব্রিটেনের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী মিজ জুলফিকার বেলজিয়ামের নাগরিক, কিন্তু তিনি বাস করতেন লন্ডনে।