ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ৭:৪২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু আজ হজের ফ্লাইট শুরু ৯ মে পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

লেজিসলেটিভ ও সংসদ সচিব নরেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

আজ রবিবার (১২ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেজিসলেটিভ সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

-জেডসি