ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২১:৪৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

শাকিব-বুবলী প্রসঙ্গে চয়নিকা চৌধুরীর মন্তব্য

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর রোমান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি। সে ছবি প্রসঙ্গে এবার মন্তব্য করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রোববার (৩ আগস্ট) রাতে শাকিব-বুবলীর প্রকাশিত ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন চয়নিকা। ছবির ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান যোগ করে আবেগী বার্তা দেন তিনি। 
 
জানান, আগের চেয়ে আরও শান্ত ও পরিণত গল্প শুরু হয়েছে শাকিব, বুবলীর। সম্পর্কে তাদের ফিরে আসাটা সবচেয়ে সাহসের কাজ। তাদের চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা এবং ভালোবাসাও জানান নির্মাতা।
 
সময়ের পাঠকের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
 
একজন শাকিব খান, একজন শবনম ইয়াসমিন বুবলী, একজন শেহজাদ খান বীর। অনেক অনেক অভিনন্দন। আজকের এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো।
 
কিছু সম্পর্কের টান এমনই হয় — সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর।
 
এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে — আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু পরিণত,অনেক বেশি আপন, ভালোবাসার আর সম্মানের। কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।
 
শুভ কামনা তোমাদের জন্য। বিশেষ করে আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন।
 
অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। আর শুভ কামনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে। শাকিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে আর আমাদের অর্পাকে। সত্যি অনেক খুশি হয়েছি। অনেক ভালো থেকো। অনেক ভালোবাসি তোমাদের।