ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১:০৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

শিশুকে করোনার টিকা দেবার আগে পাঁচটি কথা মনে রাখুন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১ সালের মধ্যবর্তী সময়ে করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বছরের শেষে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকে। এর থেকে সুরক্ষিত থাকতে অনেকেই নিয়েছেন টিকা। ইতোমধ্যেই দেশে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। শিশুদের করোনা টিকা দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। খবর আনন্দবাজার পত্রিকার।

অ্যালার্জি বা অন্য কোনো চর্মরোগ

আপনার শিশুসন্তানের অ্যালার্জি বা অন্য কোনো চর্মরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকরা জানান, অ্যালার্জি থাকা অবস্থায় করোনা টিকা নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তখন করোনা থেকে সুরক্ষিত হতে গিয়ে অন্য কোনো কঠিন রোগ হয়ে যেতে পারে।

দৃষ্টি রাখুন ঘুম ও খাদ্যাভ্যাসের দিকেও

করোনা টিকা নেওয়ার আগে আপনার সন্তানের পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করছে কিনা এবং শরীরচর্চার বিষয়টি খেয়াল রাখুন।

টিকা নেওয়ার পর যে বিষয়ে খেয়াল রাখবেন

টিকা নেওয়ার পর হালকা জ্বর, হাতের পেশিতে ব্যথা, তৃষ্ণার্ত হওয়া- এগুলো খুবই সাধারণ উপসর্গ। আপনার শিশুর মধ্যে এগুলো দেখলে বুঝবেন যে টিকা কাজ করছে। তাই এগুলো নিয়ে অযথা আতঙ্কিত হওয়া যাবে না।

চিকিৎসকের পরামর্শ নিন

টিকা নেওয়ার দুই-তিনদিনের মধ্যে যদি আপনার সন্তানের জ্বর না সারে অথবা কোনো অ্যালার্জি দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এতে জটিল কোনো রোগ বা উপসর্গ রয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরামর্শ মেনে চলুন

টিকা নেওয়ার পর জ্বর এলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সন্তানকে দেবেন না। এর বদলে প্রচুর পরিমাণে পানি খাওয়ান। টিকা নেওয়ার স্থানে ঠাণ্ডা পানি দিয়ে সেঁক দিতে পারেন।