ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৫:৩২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা বিপজ্জনক দাবদাহ থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে ফিলিপিন্সে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিত

শেখ হাসিনাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

আজ বৃহস্পতিবার এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব ইমরুল কায়েস।

এর আগে সার্ক মহাসচিব ও বিমসটেক মহাসচিব এবং পার্লামেন্টারি ইউনিয়ন অফ দি ওআইসি মেম্বার স্টেটসের মহাসচিবও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

এছাড়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীন ও নেপালের প্রধানমন্ত্রীও তাকে অভিনন্দন জানান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বার ও মোট চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।