ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২১:৪৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

সিনেমাজগতে টিকতে হলে জেদি হতে হবে: কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

এ সময়ের বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে কৃতি শ্যানন একজন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও অভিনেত্রী আশাবাদী— ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নজরে পড়ার মতো বদল ঘটছে তার জীবনে।

বলিউডে নিজের অবস্থান গড়ে তুললেও ছোটবেলায় তার মনে অভিনয়জগতের কোনো স্বপ্নই ছিল না। পড়াশোনাতেই ছিল তার ঝোঁক। প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী। কিন্তু ঘটনাচক্রে যখন মডেলিংয়ে পা রাখলেন, তখন খুলে গেল বলিউডের দরজা। ধীরে ধীরে বিজ্ঞাপনের পর্দা থেকে বড়পর্দায় উঠে আসেন কৃতি শ্যানন। আর সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ ও কঠিন পথচলা।

সিএনএন-নিউজ১৮ আয়োজিত ‘সি-শক্তি-২০২৫’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন নিজের অভিজ্ঞতা খোলামেলাভাবে শেয়ার করেছেন। 

অভিনেত্রী বলেন, চলচ্চিত্রজগতে টিকে থাকতে হলে আপনাকে জেদি হতে হবে, আবেগ থাকতে হবে। শর্টকাট বলে কিছু নেই। 

তিনি বলেন, কেউ এসে আপনাকে সুযোগ দিয়ে যাবে না। আউটসাইডার হলে লড়াইটা আরও কঠিন হয়। আর এখানে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না —না খাবার, না কাজ বলে জানান কৃতি শ্যানন।

অভিনেত্রী বলেন, এ যাত্রায় মানুষ আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে। কেউ বলবে আপনি খাটো, কেউ বলবে লম্বা, আবার কেউ বলবে পাতলা। শরীরের আকার নিয়ে ব্যঙ্গবিদ্রূপ চলতেই থাকবে। কিন্তু কেউ বলবে না—তুমি পারবে। তাই নিজের প্রতি আস্থা রাখাই সবচেয়ে জরুরি। 

তিনি বলেন, কঠোর পরিশ্রম আর ধৈর্যই আমাকে এ জায়গায় এনেছে। নবীনদের উদ্দেশে তার পরামর্শ— চলচ্চিত্রে ক্যারিয়ার বানাতে চাইলে ধৈর্য ধরতে হবে। 

এই অভিনেত্রী বলেন, সুযোগ পেতে যদি সময় লাগে, সেটাকে ব্যর্থতা ভাববেন না। বরং ভাববেন— এই সময়টা নিজেকে আরও উন্নত করার সুযোগ। সঠিক সময়ে সবকিছু আপনা থেকেই ঘটতে শুরু করবে।