ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৬:২২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭

সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে দুই বাসের মুখামুখি সংঘর্ষে ৭ জন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় রাতের বেলা ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জনসহ মোট ৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার রয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক।

নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে এনা পরিবহনের ড্রাইভার মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), হেলপার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, সিলেটের একটি বেসরকারি হাসপাতাল উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান রয়েছেন। অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুই বাসের যাত্রী হতাহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ককে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল ৯ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।