ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:০৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সুকন্ঠি গীতা দত্তের জন্মদিনে গভীর শ্রদ্ধা

আঞ্জুমান আরা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার

গীতা দত্ত।  পুরোনো ছবি।

গীতা দত্ত। পুরোনো ছবি।

তুমি যে আমার (হারানো সুর), এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় (হসপিটাল), নিশি রাত বাঁকা চাঁদ আকাশে (পৃথিবী আমারে চায়),--ভারতীয় বাংলা সিনেমার সোনালি দিনের এই গানগুলো আমাদের কম বেশি সবারই শোনা। আমাদের মা বাবারা এসব গানে মন্ত্রমুগ্ধ হতেন।

এই গানগুলো গেয়েছিলেন সুকন্ঠি গায়িকা গীতা দত্ত। আজ ২৩ নভেম্বর মঙ্গলবার তার ৯১তম জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধার্ঘ্য।  

গীতা দত্ত একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০  দশকে হিন্দি  ও বাংলা ছবিতে নেপথ্য গায়িকা। তিনি বাংলা আধুনিক গানের জন্যও বিখ্যাত।

হিন্দী ছবিতেও তার জনপ্রিয় অনেক গান রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়, ও পি নাইয়ার, মান্না দ ‘র সুরেও কন্ঠ দিয়েছেন তিনি। 

গীতা দত্ত ১৯৩০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। পরিচালক, অভিনেতা গুরু দত্তের সাথে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন।
মাত্র ১২ বছর বয়সে কণ্ঠশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ। গান গেয়েছেন বাংলা, হিন্দি, গুজরাটি সিনেমাতে। শচীনকর্তা , হেমন্ত, মান্না দে, সুধীন দাশের সুরে গান করেছেন। উপহার দিয়েছেন মিষ্টি জনপ্রিয় কিছু গান। যা আজও সমান মুগ্ধ করে রাখে শ্রোতাকে।

মাত্র ৪১ বছর বয়সে গীতা দত্ত লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ১৯৭২ সালের ২০ জুলাই মৃত্যু বরণ করেন। 
 

তথ্যসূত্র- উইকিপিডিয়া ও গীতা দত্তের ওয়েব সাইড। 
ছবি - গুগুল থেকে নেওয়া।