ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১২:৫৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

সুনামগঞ্জে ছেলেকে হত্যার দায়ে মা-সহ দুই জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এগারো বছরের শিশু সোয়াইবুর রহমানকে হত্যার দায়ে মা ও এক যুবককে ফাঁসির রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চিতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগম (৩৭) ও একই গ্রামের আলকাছ আলীর ছেলে বারিক মিয়া (৩৫)। বা‌রিক মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপ‌স্থিত থাকলেও সিতারা বেগম পলাতক রয়েছেন।

রাষ্টপক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল মামলার নথির বরাতে জানান, ১৫ বছর ধরে সৌদি প্রবাসি সিতারার স্বামী রফিকুল ইসলামের অবর্তমানে বারিক মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান সিতারা। ২০১৪ সালের ১৪ অক্টোবর তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে সিতারার শিশুছেলে। পরে স্থানীয় হা‌ফি‌জিয়া মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় পরদিন শিশুটির চাচাত ভাই হামজা মিয়া সিতারা, বারিক ও এক কিশোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। তিন আসামির মধ্যে একজন কিশোর হওয়ায় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিচার চলছে।

-জেডসি