ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৬:৪২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

স্মিতার জন্য কয়েক ছত্র...

মাহবুব রেজা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

স্মিতা পাতিল।  ফাইল ছবি

স্মিতা পাতিল। ফাইল ছবি


খুব সাদামাটা রুপের বিভা ছিল তাঁর মুখাবয়বে কিন্তু তারও বেশি ছিল অভিনয়ের দক্ষতা। আমাদের কলেজ জীবনে পাড়ার ভিডিওর দোকান থেকে ক্যাসেট প্লেয়ার আর ফিল্ম ভাড়া করে আনা-নেয়ার চল ছিল। ঢাকা শহরে তখন সবে মাত্র ভিডিওতে হিন্দি ফিল্ম দেখা শুরু হয়েছে। বেগম বাজার, ইংলিশ রোড, জিন্দাবাহার লেন, লালবাগ, সূত্রাপুর সহ ঢাকার বিভিন্ন অলিতে গলিতে দর্শনীর বিনিময়ে ভিডিও দেখার চল শুরু হয়েছিল। ভিডিওতে সিনেমা দেখার পাশাপাশি জনপ্রিয় নায়ক-নায়িকাদের আকর্ষণীয় ভঙ্গির সাদাকালো ছবি সম্বলিত ভিডিও কার্ডও পাওয়া যেত ষ্টেশনারীর দোকানগুলোতে।
আমাদের সেই ভিডিওতে হিন্দি ফিল্ম দেখার যুগে যে ক'জন মনোহরণ-কারিণী রমণী ছিলেন তাদের মধ্যে স্মিতা পাতিলও ছিলেন। 
স্মিতা পাতিলের চেহারার মধ্যে কেমন একট অদ্ভুত মায়াবী ধরনের ঘোর ছিল। নামাক হালাল, আর্থ, মির্চ মশলা, ভূমিকা, শক্তি, নজরানা, আক্রোশ, অর্ধসত্য, কসম পয়দা কারনে ওয়ালি কি, গুলামি, আজকি আওয়াজ, সদগতি, আকালের সন্ধানে, এলবার্ট পিন্টু কো গুসসা আতি হে- অনেক সিনেমা দেখেছি তাঁর।
২  
তাঁকে দেখলেই কেন জানি না মনে হতো তিনি বুঝি আমাদের খুব পরিচিত। আমাদের মহল্লার কিংবা পাশের বাড়ির। তাঁর চেহারার মধ্যে কেমন একটা 'চিরচেনা- চিরচেনা' ভাব আছে।

আজ স্মিতা পাতিলের জন্মদিন।
জন্মদিনে অনেক মনে পড়ছে তাঁকে।
জন্ম ১৭ অক্টোবর, ১৯৫৫
মৃত্যু ১৩ ডিসেম্বর, ১৯৮৬

১৭ অক্টোবর ২০২১

মাহবুব রেজা: লেখক ও সাংবাদিক