ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ২১:২৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি ছিল। সেই জন্য ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছিল। সেজন্য গতকাল বুধবার ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে গতকাল বুধবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। এমনকি বৃহস্পতিবারও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজ যাচাইপূর্বক ভ্রমণে সহযোগীতা করছি।