ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ২:৫৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসায় অগ্নিকান্ড

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০০ পিএম, ৩ মে ২০২০ রবিবার

হুমায়ূন আহমেদ ও তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।  ফাইল ছবি।

হুমায়ূন আহমেদ ও তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাইল ছবি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডি ৩/এ রোডের ৪৮ নম্বর ‘দখিন হাওয়ায়’ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ রোববার সকাল ৮টা ৩৩ মিনিটে ৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ধানমন্ডিস্থ হুমায়ুন আহমেদের দখিন হাওয়ায় আগুন লাগে। ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন। আর ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে, ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, আগুন লাগার পর তারা ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় নিচে নামতে পারছিলেন না।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।