হ্যাকিং থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতি আমাদের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। একে অপরের সঙ্গে যোগাযোগ এখন আগের চেয়ে অনেক সহজ। বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কারণে আমাদের জীবন আরো সহজ হয়েছে এবং আমরা খুব কম সময়ের মধ্যে যোগাযোগ করতে পারছি।
তবে, প্রত্যেকটি উদ্ভাবনেরই যেমন নেতিবাচক দিক রয়েছে, তেমনি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোরও কিছু নেতিবাচক দিক রয়েছে। যেমন, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট যেকোনো সময় হ্যাক হতে পারে বা এখান থেকে তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকে। তাই, বর্তমানের ডিজিটাল যুগে যখন আমরা প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করছি, এ সময়টিতেই তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে এসেছে যাতে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো বেহাত হয়ে না যায়।
বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে ব্যবহারকারীদের সচেতন হওয়ার পাশাপাশি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোরও যথাযথ ভূমিকা পালন করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ইমোর কথা। হ্যাকিং ঠেকাতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি বিভিন্ন ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।
সম্প্রতি ইমো ‘ফ্ল্যাশ কল’ নামে একটি ফিচার চালু করেছে, যেখানে ওটিপির ( ওয়ান টাইম পাসওয়ার্ড) পরিবর্তে ফোন-কল ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন প্রক্রিয়াকে আরো উন্নত করা হয়েছে, যা ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়া থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। যদি ব্যবহারকারীরা প্রথমে ফ্ল্যাশ কল বেছে না নেন, তাহলে তাদের রিমাইন্ডারসহ (যেখানে ভেরিফিকেশন কোড কারো সঙ্গে শেয়ার না করার জন্য বলা হবে) বিকল্পভাবে ওটিপি পাঠানো হবে।
এছাড়া ব্যবহারকারীদের জন্য মাল্টি ডিভাইস লগ ইন নোটিফিকেশন ফিচারও রয়েছে। ডিভাইসে লগ ইনের কোনো প্রচেষ্টা হলে ব্যবহারকারীরা ‘ম্যানেজ ডিভাইস’ সেটিংস এ গিয়ে এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাবেন, যার মধ্যে ডিভাইসের তথ্য, স্থান ও সময়ও উল্লেখ থাকবে; এতে করে ব্যবহারকারীরা সন্দেহজনক যেকোনো কিছু মুছে ফেলতে পারবেন। এছাড়াও, নতুন লগ-ইন করা ডিভাইস রেস্ট্রিক্ট করার মতো অস্বাভাবিক ঘটনায় এবং অস্বাভাবিক কোনো প্রচেষ্টার ক্ষেত্রে ওই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠানো হবে, যা তথ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। নির্দিষ্ট সময় অন্তর নম্বর পরিবর্তন কিংবা অ্যাকাউন্ট মুছে ফেলে নতুন ডিভাইসে লগ ইন করার মাধ্যমে অস্বাভাবিক কর্মকাণ্ড প্রতিহত করা যেতে পারে।
জানা গেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইমো ব্যবহারকারীরা গড়ে এ ধরনের ছয়টি ঘটনা শনাক্ত করেছেন। উন্নত বহুমাত্রিক সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে অক্টোবর ও নভেম্বর মাসে এ ধরনের ঘটনা গড়ে মাত্র একটি ঘটেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইমো দুটি হ্যাকিং গ্রুপকে শনাক্ত করে ব্লক করেছে। ২৪/৭ ডেপ্লয়মেন্ট প্রযুক্তি ব্যবহার করে যাদের শনাক্ত করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের যা করণীয় তা হলো- ফোন নম্বর, এসএমএস কোড এবং ব্যাংক অ্যাকাউন্টের এর মতো আপনার ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অবশ্যই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোতে নিজের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করার জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে। যার মধ্যে রয়েছে: প্রথমত, পাসওয়ার্ড শেয়ার না করা এবং ওটিপি’র তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা।
দ্বিতীয়ত, যদি আপনি আপনার কোনো পরিচিতজনের অ্যাকাউন্টে অস্বাভাবিক সন্দেহজনক কার্যকলাপ ঘটতে দেখেন, তাহলে অবিলম্বে তাদের সতর্ক করুন এবং এই সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে আপনার নিজের তথ্য শেয়ার করবেন না। তৃতীয়ত, একজন ব্যবহারকারীর তার ডিভাইসগুলোর দিকে নজর রাখতে হবে, সন্দেহজনক কিছু ঘটলে তা মুছে ফেলার জন্য দ্রুত সেটিংস পরিবর্তন করতে হবে এবং চতুর্থত, অ্যাপের ভেতরে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে দ্রুত রিপোর্ট করতে হবে।
ব্যবহারকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিটি অ্যাপ তৈরিকারী প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তবে, ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলাও অতি গুরুত্বপূর্ণ বলে অভিমত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের।
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- মাঘেই পালিয়েছে শীত, বাতাসে বসন্তের আগমনী বার্তা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য








