ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ২৩:০৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

‘অনেক মোটা’ নায়িকা খুঁজছে জাজ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

নায়িকা বলতে আমরা সাধারণত ফর্সা, দেখতে সুন্দর, হালকা-পাতলা শরীরের গঠন বুঝি। মোটা শরীরের নায়িকাদের কদর নেই বললেই চলে। তাই হরহামেশাই দেখা যায়, ডায়েটের মাধ্যমে নায়িকারা তাদের ওজন কমাচ্ছেন।

কিন্তু জাজ মাল্টিমিয়া এবার উল্টো পথে হাঁটতে যাচ্ছে। আজ বুধবার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ তার নিজস্ব ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন। পরে সেটি জাজ মাল্টিমিডিয়ার পেজেও শেয়ার করা হয়।  

ফেসবুকের ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি নতুন সিনেমার জন্য একজন নতুন নায়িকা আবশ্যক।  আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। তাই অনেক মোটা না হলে, যোগাযোগ না করার অনুরোধ রইলো।’

নায়িকার বর্ণনা দিতে গিয়ে ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চির মধ্যে। বয়স ১৬ থেকে ২১ বছর। শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এস এস সি পাস।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল আজিজ বলেন, ‘নতুন ছবির গল্পের প্রয়োজনে আমরা মোটা নায়িকা খুঁজছি। সঙ্গে এও জানিয়ে দিয়েছি, শুধু মোটা হলে চলবে না, নায়িকাকে হতে হবে অনেক মোটা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা ঘীরে থাকছে বেশ কিছু চমক। যা খুব শিগগিরই জানানো হবে।’