ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৮:২৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

আজ বাণিজ্যমেলায় উপচেপড়া ভিড়

দীপা হোসেন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

আজ শনিবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়।  সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতার ভিড়ে জমজমাট মেলাপ্রাঙ্গণ। নর-নারীর কলকাকলীতে মুখর হয়ে উঠেছে প্রতিটি স্টল। কেউ পণ্য পছন্দ করছেন, কেউবা দর কষাকষিতে ব্যস্ত। কেউ আবার হাতভরা ব্যাগ নিয়ে খুশি মনে বেড়িয়ে যাচ্ছেন স্টল থেকে।

৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৪তম আসর বসেছে এবার। মেলা শেষ হতে বাকী আছে আর মাত্র ১৩দিন। তাই এ সময়টায় হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী মেলায় ভিড় করছেন। ঘুরে-ফিরে পছন্দের পণ্য কিনে ঘরে ফিরছেন।

সীমিত বিনোদনকেন্দ্রের এ শহরে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় বাণিজ্যমেলা।মেলায় ঘুরতে ঘুরতে কথা হলো রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজনের সঙ্গে। যাদের অধিকাংশই দলবেঁধে এসেছেন।

আজ দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দলবেঁধে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সকাল থেকে মেলায় আসছেন আগতরা। বিকেলে একটি ছোটখাটো জনসমুদ্রে পরিণত হয় মেলা। 

তাদের কেউ কেউ বললেন, নির্দিষ্ট কোনও কিছু কেনার পরিকল্পনা তাদের নেই। ভিড়টাও খারাপ লাগছে না। বরং বেড়াতে এসে অনেক পরিচিত মানুষের দেখা পেয়ে ভালোই লাগছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়নান রহমান বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সকাল থেকে সব স্টল ঘুরলাম, অনেক কিছু দেখলাম। পছন্দ হয়েছে কিছু পণ্য, যা ফেরার সময় নিয়ে যাব।

শুধু যে ঢাকা শহরের বিভিন্ন মহল্লা থেকে লোকজন মেলায় এসেছেন তা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও লোকজন এসেছেন মেলায় বেড়ানো আর কেনাকাটার জন্য। 

নারায়নগঞ্জ থেকে আসা গৃহবধূ শেফালী আক্তার বললেন, বাড়িতে সারা বছরের জন্য যেসব তৈজসপত্র লাগে তার সবটা বাণিজ্যমেলা থেকেই কেনা হয়। মেলার জিনিসের মান ভাল এবং অন্য সময়ের চেয়ে দামও কম। বেশ ছাড় দেওয়া হয়। তাই কিছু জিনিস কিনে রাখি উপহার দেওয়ার জন্য।

বিক্রয়কর্মীদের মতে, গেল কয়েকদিনের তুলনায় বেচাবিক্রির পরিমাণ সন্তোষজনক। এ সপ্তাহে বিক্রি বেশ বেড়েছে। এতোদিন সবাই ঘুরে ঘুরে পণ্য দেখেছেন। কিন্তু গতকাল ও আজ ক্রেতার সংখ্যা বেশি।  যারা আসছেন তারা কেনার জন্যই আসছেন। যেহেতু ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে তাই বিক্রয়কর্মীরা আশা করছেন মেলার শেষ দিকে বেচাকেনা ভালো হবে।

এদিকে মেলার আগতদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, নির্দিষ্ট কোনও কিছু কেনার পরিকল্পনা নিয়ে তারা আসেননি। মূল উদ্দেশ্য বেড়ানো। নতুন কী জিনিসপত্র এল, দরদাম কেমন এসব যাচাই-বাছাই করা। পছন্দ হলে কিছু কেনাকাটা করা।

এবার বাণিজ্যমেলায় শিশুদের বাড়তি আনন্দ দিতে রয়েছে বিনোদন পার্ক। শিশু-কিশোরদের বিনোদনের এ জোনটি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে গেলেই দেখা যাবে। এখানে শিশুদের জন্য রয়েছে ৯টি রাইড। এ জায়গাটিতে ঢুকলেই শোনা গেলো শিশুদের আনন্দ-উল্লাস আর হৈ-হুল্লোড়ের শব্দ।

মাসব্যাপী  চলতে থাকা এই মেলা  শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। এবার প্রাপ্ত বয়স্কদের প্রবেশের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। এবারই প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি।

এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।