ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৭:৩১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার দেখল বাংলাদেশ। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়া নারীরা।

সোমবার আসরের ১৪তম ম্যাচে ভিসাখাপন্তনমে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

স্বর্ণা আক্তারের দুর্দান্ত শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল ২৩২ রান করে। ১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণ আক্তার খেলেন এক অবিশ্বাস্য ইনিংস-মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রান, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।

এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫৭ রান, যেখানে স্বর্ণার আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি রিতু মনির ৮ বলে ১৯ রানের প্রাণবন্ত ইনিংস শেষ দিকে বড় ভূমিকা রাখে।

এর আগে ইনিংসের শুরুতে বাংলাদেশকে ভিত্তি এনে দেন শারমিন আক্তার (৭৭ বলে ৫০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২)।

ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)-ও ওপেনিং জুটিতে কার্যকর ভূমিকা রাখেন।

ফারজানা ও রুবিয়া দ্রুত ফিরে গেলে শারমিন ও নিগারের ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি ইনিংসটিকে ভিত দেয়। এরপর শেষদিকে স্বর্ণার আগুনঝরা ব্যাটিং ইনিংসটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের নারী দলের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকার স্পিনাররা, বিশেষ করে ননকুলুলেকো ম্লাবা (২ উইকেট ৪২ রান), নিয়ন্ত্রিত বোলিং করেন। ক্লোয়ি ট্রায়ন ও নাডিন ডি ক্লার্ক পান একটি করে উইকেট।

পরে ব্যাট করতে নামা প্রোটিয়াদের দলীয় ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের প্রবল সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে মারিজানে কাপের ৭১ বলে ৫৬ ও ক্লোন টায়রনের ৬৯ বলে ৬২ রানে পথ খুঁজে পায় দ. আফ্রিকা। শেষ দিকে নাডিন ডি ক্লাব ২৯ বলে অপরাজিত ৩৭ রানে জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট পান নাহিদা আক্তার।