উৎসবের রঙিন সাজে সেজেছে দেশী দশ
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বসুন্ধরা শপিংমলে দেশী দশ, ছবি : উইমেননিউজ২৪.কম
উৎসবের রঙিন সাজে সেজেছে দেশী দশ। এ মাসের তিনটি উৎসব ও একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এরই মধ্যে রঙিন হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা শপিংমলের সপ্তমতলা। ক্রেতার কলতানে মুখরিত দেশী দশের প্রতিটি শোরুম। বিশেষ করে দেশীয় উৎসবগুলোকে কেন্দ্র করে দেশীয় স্টাইলের পোশাক কিনতে ব্যস্ত নারী ক্রেতারা। কেউ কিনছেন, আবার কেউবা ঘুরে ঘুরে দেখছেন। কেউ করছেন পোশাক পছন্দ।
দেশাল, অঞ্জন’স, বিবিয়ানা, বাংলার মেলা, নিপুন, সাদাকালো নগরদোলা, রঙ বাংলাদেশ, ক্রে ক্রাফট ও সৃষ্টি-এই দশটি ব্রান্ড একসাথে দেশী দশ।
সরস্বতী পূজা, পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইনস ডে আর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে দেশী দশের প্রতিটি ব্রান্ডের পোশাকেই আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি পুরনো পোশাকে দেওয়া হচ্ছে ৫০% পর্যন্ত ছাড়।
সৌমিক দাসের রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন, ভ্যালন্টাইনস ডে আর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে পোশাকে এনেছে বৈচিত্র্য। ফাল্গুন মানেই যেন হলুদ রঙের ছোঁয়া। তাই হলুদকে প্রাধান্য দিয়েই ফাল্গুনের শাড়ি, সালোয়ার কামিজ ও শিশুদের পোশাকের নকশা করেছে রঙ বাংলাদেশ। পাশাপাশি রাখা হয়েছে ছেলেদের পাঞ্জাবী। ভ্যালেন্টাইস ডের জন্য লাল রঙটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। একুশে ফেব্রুয়ারির পোশাকে আছে সাদা কালোর মিশেল।
দেশাল বরাবরই দেশীয় উৎসবকেই প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে দেশালে কোন পোশাক রাখা হয়নি। পোশাক তোলা হয়েছে সরস্বতী পূজা, পহেলা ফাল্গুন আর একুশে ফেব্রুয়ারিকে মাথায় রেখে। এমনটাই বলছিলেন দেশালের বসুন্ধরা শাখার ম্যানেজার রেহানা আক্তার।
বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় শুক্র ও শনিবার বিক্রি বেশি হয়। আর এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফাল্গুনের পোশাক।
বুটিক হাউজ সাদাকালোতে এবার সাদা কালোর পাশাপাশি ফাল্গুন উপলক্ষে রাখা হয়েছে রঙিন পোশাকও। সাদাকালোর বসুন্ধরা শাখার বিক্রয় প্রতিনিধি মাসুমা আক্তার জানালেন, অল্প কিছু রঙিন পোশাক আসলেও মূলত একুশে ফেব্রুয়ারিকে মাথায় রেখেই পোশাকের ডিজাইন করা হয়েছে। সাদাকালোতে পাওয়া যাচ্ছে কটন, হাফসিল্কের উপরে ব্লক ও এম্রয়ডারি করা শাড়ি, সালোয়ার কামিজ, ওয়ান পিস, ছেলেদের পাঞ্জাবী।
উৎসবের রঙে এবার সবচেয়ে বেশি সেজেছে যেন অঞ্জন’স। পোশাকের রঙে বৈচিত্র আনার পাশাপাশি প্রায় সব বয়সীদের জন্য উৎসবের পোশাক পাওয়া যাচ্ছে এখানে। শাড়ি, সালোয়ার কামিজ, ওয়ান পিস, ছেলেদের পাঞ্জাবি, শিশুদের ফ্রক, স্কার্ট, টপস মিলবে অঞ্জন’সে।
অঞ্জন’স-এর বিক্রয় প্রতিনিধি শাহিনা আক্তার জানালেন, তারা ফেব্রুয়ারির চারটি উৎসবকেই প্রাধান্য দিয়েছেন। তবে ফাল্গুনের পোশাক বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। পাশাপাশি পোশাকের রঙের সাথে মিলিয়ে অঞ্জন’স-এ মেয়েদের অলংকারেও আনা হয়েছে নতুনত্ব।
এই ব্রান্ডগুলোর পাশাপাশি লাল, হলুদ আর সাদা কালো পোশাকের সম্ভারে সেজে উঠেছে নিপুন, নগরদোলা, বিবিয়ানা, বাংলার মেলা, সৃষ্টি ও ক্রে ক্রাফট।
এছাড়া ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, দেশী দশে ঢুকলে একই ছাদের নিচে একইসাথে পেয়ে যাবে দেশীয় নামকরা দশটি ব্রান্ডের শো রুম। ফলে ক্লান্ত না হয়েই কেনাকাটা করে নিতে পারবেন নির্বিঘ্নেই।
ধানমন্ডি থেকে কেনাকাটা করতে আসা শিফা ইসমত বলেন, পহেলা ফালগুণের জন্য শাড়ি কিনতে এসেছি। আসলে রাজধানীর জ্যাম ঠেলে অন্য কোথাও যাওয়ার চেয়ে এখানেই আমি আসি কেনাকাটা করতে। এক ছাদের নিচে দশটি দোকান। আছে নানা রকম শাড়ি। পছন্দ করে কিনে ফেলি একটা। আর আমার বাসা থেকেও বসুন্ধরা বেশ কাছে।
- জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন নাবিলা
- দেশে ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
- মার্কা যাই হোক, নির্বাচন করব: রুমিন ফারহানা
- ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছর কারাদণ্ড
- তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু
- ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী
- বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন
- ‘আয়েশার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল’‘
- হাড়ের ব্যথায় পুরুষের চেয়ে নারীরা কেন বেশি ভোগেন
- বাউবির ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ
- ২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি অ্যালেক্সা
- সকালের যে অভ্যাসগুলো আপনাকে দ্রুত বুড়িয়ে দিচ্ছে
- তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা
- সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি
- উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন
- কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?
- প্রথম নারী এমডি পেল ডিএসই
- লন্ডনের পথে ডা. জোবাইদা
- ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’
- নজরকাড়া লুকে কেয়া পায়েল
- ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
- হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত
- জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
- নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ!
- মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
- ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের জুমার-ঊর্মির
- ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
- ঝুঁকি এড়াতে ওয়েবক্যামে যা করা প্রয়োজন
- হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে









