ঢাকা, শনিবার ২৩, সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক ছেড়ে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু আরও ১৪ জনের প্রাণ কাড়লো চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান ভিসানীতি নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকার উত্তরা থেকে জি সেন (৫৮) নামে চীনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে হীরা চাকমা (২৫) নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি জানান, গ্রেপ্তারের পর তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম ও ধর্ষণে সহযোগী দুজনই পরস্পরের পূর্বপরিচিত। 

কলেজছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বলছে, চীনে নিয়ে যাওয়ার কথা বলে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা করা হয়। এখন তিনি পরিবারের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, ভিকটিম সরকারি একটি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেন হীরা চাকমা। ফাঁদে ফেলে কলেজছাত্রীকে শুক্রবার রাতে জি সেনের উত্তরার বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন তাকে ধর্ষণ করেন জি সেন। 

পরে রোববার কলেজছাত্রীকে একটি কফি শপে নিয়ে যান জি সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে তিনি সহযোগিতা চান। এ সময় ঘটনাটি পুলিশকে জানালে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।