ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১:০১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

কুষ্টিয়ায় সাফ জয়ী ফুটবলার নীলাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী নিলুফা ইয়াসমিন নীলাকে  জেলা সদর উপজেলা পরিষদ থেকে বর্ণিল সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আখতারুজ্জামান বিশ্বাস, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাসস’র কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলাল প্রমুখ। 

আলোচনা সভার আগে প্রধান অতিথি আতাউর রহমান আতা সংবর্ধিত অতিথি সাফ জয়ী নিলাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। আলোচনা সভা শেষে নীলাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। 

এ সময় নিলার মা বাছিরুন আখতারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।