ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৮:৫১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের ধানমন্ডি ৩২ নম্বরে আবারো আগুন-ভাঙচুর প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৭ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার পর হত্যার দায়ের মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে দণ্ড প্রাপ্তদের মধ্যে দুই জনকে পাঁচ লাখ ও পাঁচজনের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম মাহমুদুল হাসান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার; দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন; দেওড়া গুচ্ছগ্রামের রাহিন; দেওড়া সাখিদার পাড়ার ফেরদৌস আলী; দেওড়া সোনারপাড়ার মজিবর রহমান; জগতি গ্রামের রুহুল আমীন ও দেওড়া গুচ্ছগ্রামের আজিজার রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ অক্টোবর রাতে দেওড়া আশ্রয়ন কেন্দ্রের উজ্জল মহন্তের স্ত্রী আরতী রাণীকে আসামিরা বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে। এই ঘটনায় ১০ অক্টোবর আরতীর স্বামী উজ্জল মহন্ত বাদী হয়ে ৭ জনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলায় দীর্ঘ শুনানির পর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ৭ আসামিরই ফাঁসির আদেশ দেন। এছাড়া, দণ্ড পাওয়া সোহেল ও ফেরদৌসের ৫ লাখ টাকা করে অর্থদণ্ড এবং বাকি দন্ড-প্রাপ্ত পাঁচজনের ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফিরোজা চৌধুরী। অন্যদিকে, বাদীপক্ষে ছিলেন- আইনজীবী মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলামসহ পাঁচজন।

-জেডসি