চারটি মিরাকল বল চেয়েছিলেন ফাহিমা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড নারী দল এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট। সেই দলের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিরা দারুণ লড়াই করেছেন। জিততে জিততে ম্যাচটা হেরে গেছেন তারা। ম্যাচের সেরা বোলার লেগ স্পিনার ফাহিমা খাতুন মনে করেন শেষ রান পর্যন্ত ম্যাচে ছিলেন তারা, ‘৬টি উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের ডিন নেমে খুব ভালো ব্যাটিং করেছে। আমি তাকে কৃতিত্ব দেব। ওখান থেক আমরা বেশ কিছু স্কোরিং বল ওদেরকে দিয়েছি। যেটা ওরা বাউন্ডারিতে রূপ দিয়েছে। ১৬ রান বাকি থাকতেও আমি অধিনায়ককে বলেছিলাম এখনও চারটি মিরাকল বল হলে ম্যাচ জিততে পারি। আমরা চারটা ভালো বল করতে পারলে ম্যাচটা জিতে যেতাম। চারটি উইকেট টেকিং ডেরিভারি দিতে হতো। সেটা না হলে আমি মনে করি শেষ রান পর্যন্ত ম্যাচে ছিলাম।’
এই ম্যাচে আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশকে ছিটকে দিয়েছে। ইংলিশ টপঅর্ডার ব্যাটার হেইথার নাইট ১৩ রানে ফিরতি ক্যাচ হয়েছিলেন ফাহিমার হাতে। ব্যাটার আউট মনে নিয়ে মাঠ ছাড়ছিলেন। অথচ তৃতীয় আম্পায়ার তাকে আউট দেয়নি। ম্যাচ শেষে নাইট স্বীকারও করেন আউট ছিলেন তিনি। ফাহিমা মনে করেন আম্পায়ারের এই সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে, ‘আমরা মনে করি এটা খুবই দুঃখজনক। আমি নিশ্চিত ছিলাম যে ওটা আউট ছিল। আমরা সেভাবেই আপিল করেছিলাম। আউট হওয়ার পরেও যখন দেওয়া হয়নি তখন আমরা একটু আপসেট ছিলাম। ওই উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ে। উইকেটটা গেলে হয়তোবা ম্যাচের সিনারিও ভিন্ন হতো।’
নারী দল বেশ কয়েকজন অলরাউন্ডার পেয়েছে। বোলিং বৈচিত্রে ঠাসা দল। যে কারণে বোলিং দিয়ে জেতার চেষ্টা ছিল বলে জানান ফাহিমা, ‘আমাদের বোলারদের পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট বল করা। আমরা চেষ্টা কিরেছি। আমাদের যে বোলিং আক্রমণ সেদিক থেকে খুব ভালো স্কোর আমরা দাঁড় করিয়েছিলাম। আমাদের এই বর্তা দেওয়া হয়েছে তোমরা উইেকট টু উইকেট বল কর, বাইরে করো না। কারণ আমার মনে হয় ইংল্যান্ডের সব ব্যাটাররাই সাইড শট খেলতে পছন্দ করে। সেদিক থেকে ওরা স্কোরিং শট বেশি পাওয়াতে আমরা একটু চাপে পড়েছি। আরেকটু নিয়ন্ত্রণ রাখতে পারলে ভালো কিছু হতে পারত।’
হারলেও ইংলিশদের বিপক্ষে লড়াই করে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন জ্যোতিরা। এই ম্যাচে দুজন ক্রিকেটার নিজেদের বাকিদের থেকে আলাদা করেছেন। ব্যাট হাতে রাবেয়া খান। ২৭ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে ফাহিমা ছিলেন সেরা। ১০ ওভার শেষ করেছেন ১৬ রান দিয়ে। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন তিনি।
রাবেয়ার ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন ফাহিমা, ‘আমি বলব অসাধারণ ব্যাটিং করেছে। আমি অবশ্যই ওকে কৃতিত্ব দেব। কারণ যেটা আমার করার কথা ছিল, দায়িত্বটা আমার ছিল। ওখান থেকে আমি রিতু মনি যদি ওই ক্যামিওটা খেলতে পারতাম তাহলে স্কোর বড় হতো। আমি যখন নেমেছিলাম চিন্তা ছিল দলকে ২০০ রানের বেশিতে নিয়ে যাব। সেখান থেকে আমরা করতে পারিনি। লোয়ার অর্ডারে নেমে সে (রাবেয়া) যে এত সুন্দর একটা ব্যাটিং করেছে, পরের ম্যাচে আমাদের খুবই উজ্জীবিত করবে।’
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি











