ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

ছুটির দিনে বাজারে ভীড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। সকাল থেকেই মিষ্টি রোদ উকিঁ মারছে আকাশে। সকাল থেকেই রাজধানীবাসী ভিড় করছেন স্থানীয় বাজারগুলোতে। সব পণ্যের দাম বেশি হলেও এতেই যেন অভ্যস্ত নগরবাসী।

 

বাজারে শীতের সবজির প্রচুর সরবরাহ দেখা গেল। দামের কোন বালাই নেই। একক বাজারে এক এক দামে বিক্রি হচ্ছে। কোন কোন সবজিতে বাজরভেদে ৫ থেকে ১০ টাকার হেরফের দেখা গেছে। সিপাইবাগ বাজার থেকে হাজীপাড়া, মধ্যবাড্ডা, শান্তিনগর বাজারে সব সবজির দামে ৫-১০ টাকা বেশি দেখা যায়। আবার খিলগাঁও নবীনবাগ সংলগ্ন বউবাজারে সবজির দাম কম।দামের এই তারতম্যের ব্যাপারে বিক্রেতারা কোন সদুত্তর দিতে পারেনি।

 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ১০০-১১০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, ঝিঙে ৫০, শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারে মাছের মধ্যে বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ টাকা , পাঙ্গাশ ১০০-১৩০ টাকা, নলা ১৪০-১৫০ টাকা এবং সরপুঁটি ১৬০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা, বড় আকারের রুই মাছ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারে প্রতি কেজি গরুর মাংস ৪৬০-৪৮০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।