ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৫:১০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জীবনের প্রথম বিসিএসে ইতিহাস গড়লেন ২ বোন

রাজবাড়ী প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এতে তাদের পরিবারসহ খুশি রাজবাড়ীবাসী।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নিবাসী রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। তারা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল গফুর সাহেবের নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সিলমা সারিকা শশী এবং সিলমা সুবাহ আরশি দুজনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন।

এরপর শশী ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং আরশি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে তারা ২০২২ সালে এমবিবিএস পাশ করেন। পরে তারা দুজনই বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮ তম বিসিএস পরীক্ষা দেন।

আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী। তাদের স্বপ্ন ছিল তারা বড় হয়ে চিকিৎসক হবে।সেই লক্ষ নিয়ে তারা পড়ালেখা করেছে। আমি এবং তাদের মা আমরা দুজনই আমার দুই মেয়েকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করেছি।

তিনি আরও বলেন, তারা দুজনই স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটি। আমি আমার দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

তাদের দুজনের এ সাফল্যে রাজবাড়ীবাসী আনন্দিত। তারা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।