ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২৩:২৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জরিপে চীনের উত্থান, আমেরিকার আধিপত্যে ভাটা রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

ঢল-বৃষ্টিতে হবিগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যার পানি বাড়তে থাকায় উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল পর্যন্ত উপজেলার ২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার থেকে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বাড়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে। এতে উপজেলার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন এলাকা, ৮টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

চুনারুঘাট উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, ভারী বৃষ্টিপাতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পুরো উপজেলায় আরও ১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে চুনারুঘাটে পাহাড়ধস ও খোয়াই নদীর বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ও বন্যাকবলিত এলাকার বসবাসকারীদের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে।