তারকাদের মা দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০২:৫১ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
তারকারা সারা বছরই ব্যস্ত থাকেন। কী সিনেমা, সংগীত, খেলার দুনিয়া কিংবা অন্য কোনো ক্ষেত্রেও ব্যস্ততা থেকে তাদের মুক্তি নেই। এরপরও মা দিবসে তারকারা সময় নিয়ে, সময় খুঁজে সঙ্গ দেন মাকে। মায়ের সঙ্গে রান্না, ঘোরাঘুরি কিংবা না জানিয়ে কোনো অনন্য উপহার দিয়ে মাকে চমকেও দেন। এমন ক’জন তারকার কথা জানা যাক-
মায়ের জন্য সবকিছু - আমির খান
মা জিনাত হোসেনের জন্য ছেলে আমির খান মা দিবসে কোনো কাজ রাখেন না। মা দিবসের সময়, মায়ের জন্য সবসময় শুটিং বাতিল করেন আমির। দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন মা দিবসে মাকে সময় দেবেনই আমির খান। মাকেই নিজের জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ভাবেন এই তারকা।
মাকে ছাড়া কিছুই ভাবেন না রণবীর কাপুর
দিবস উদযাপনের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে আমি বিশ্বাস করি না। সন্তানের প্রথম প্রেম তাঁর মা, শেষ প্রেমও তাঁর মা। মা-সন্তানের মধ্যকার সম্পর্ক সব সময় দারুণ ও রঙিন।’ মা ও মা দিবস নিয়ে এমনটাই ভাবেন বলিউড অভিনেত্রী নিতু কাপুরের ছেলে রণবীর কাপুর। ছোটবেলা থেকে বাবা শশী কাপুরের ব্যস্ততা মাকেই রণবীরের সবচেয়ে কাছের মানুষ হিসেবে তৈরি করেছে। যেকোনো সিনেমার মহরতের শুরু কিংবা প্রিমিয়ার শোতে মাকে কাছে চান এই তারকা। মা দিবসে মাকে নিয়ে বাড়িতে সময় কাটাতে দারুণ পছন্দ এই তারকার।
মাধুরীর মা-ই সব জানেন
মা দিবসে সন্তানদের কাছে নিজের মা আর কৈশোরের সব গল্প ভাগাভাগি করতে পছন্দ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। যেকোনো কাজ করার আগে মায়ের পরামর্শ নিতে ভালোবাসেন মাধুরী। তাঁর ভাষ্যে, ‘আমার মা সব জানেন। তাঁর সব পরামর্শই আমি চোখ বন্ধ করে পালন করি।’ মা দিবসে মাকে শাড়ি উপহার দিতে পছন্দ করেন এই তারকা।
মায়ের কাছে কৃতজ্ঞ মার্ক জাকারবার্গ
মা দিবসে পরিবারের সঙ্গেই সময় কাটানোর চেষ্টা করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ- প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মা-বাবা আর ভাইবোনদের নিয়ে সব সময় গর্ব মার্কের। তাই তো সব সময়ই মা ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের কন্যা ম্যাক্সের জন্মের আগে মা ক্যারেন কেম্পনার ও বাবা এডওয়ার্ড জাকারবার্গের সঙ্গে মা দিবসে দেখা করতেন মার্ক। ম্যাক্স হওয়ার পরে গত বছর নিজের স্ত্রী প্রিসিলার সঙ্গে সময় কাটিয়েছেন মার্ক। ‘মা হওয়া আসলে এক রোমাঞ্চকর অভিযাত্রা’, লিখে গত বছর প্রিসিলাকে ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্ক।
মা-ই সব মেসির
খেলার মাঠ আর প্রশিক্ষণের ব্যস্ততা বাদে লিওনেল মেসির সময়টা কাটে মায়ের সঙ্গে। খেলা না থাকলে মা দিবসে মায়ের সঙ্গে সন্ধ্যার সময়টুকু কাটাতে পছন্দ করেন। নিজের মা, স্ত্রী আর সন্তানকে নিয়েই মা দিবসকে একাকী কাটাতে দারুণ ভালোবাসেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসি।
মায়ের জন্য লিওনার্দোর সব কিছু
মা দিবসে মাকে নিয়ে পার্টি করতে দারুণ পছন্দ হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর। কোনো বছর সমুদ্র সৈকতে, কোনো বছর রেস্তোরাঁয় কিংবা ফ্রান্সে মা দিবস পালন করেন লিও। মায়ের পছন্দ নাকি চা, আর তাই চা-পার্টিই করতে ভীষণ পছন্দ লিওনার্দো ডিক্যাপ্রিওর।
মা ও সন্তানকে সময় দেন ক্রিস্টিয়ানো রোনালদো
মা মারিয়াকে মা দিবসে লুকিয়ে লুকিয়ে উপহার দিতে দারুণ পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোর। কী উপহার দেন তা কাউকে না বললেও মা নাকি সেই উপহারে দারুণ খুশি হন। নিজের সন্তানকে নিয়ে এবং মাকে নিয়ে মা দিবসটা দারুণ কাটান এই তারকা ফুটবলার।
মা জয়া বচ্চনই অভিষেক বচ্চনের জীবনের আদর্শ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চন। মায়ের মতোই অভিনয় জগতে কাজ করলেও খুব একটা সফলতা পাননি বলিউডের এই অভিনেতা। তবে প্রায় খবরের শিরোনামে আসে ‘ধুম’খ্যাত এই তারকার নাম। এখনও পর্যন্ত মাকেই জীবনের আদর্শ মনে করেন। মার কথা ছাড়া এক পাও আগান না। মা দিবসে মাকে যতটুকু পারেন সময দেন,মাকে উপহার দেন।
হেমা মালিনীই আদর্শ শিক্ষক -এশা, অহনা দেওলের কাছে
সত্তর ও আশি দশকের ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। এখনও নিজের সৌন্দর্য আর যোগ্যতায় তারকাখ্যাতি বহাল রেখেছেন। বড় মেয়ে এশা দেওল ছবিতে অভিনয় করেও ফ্লপ হন অহনা দেওল ‘গুজারিশ’ ছবির মাধ্যমে সহ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দুই বোন এশা আর অহনার কাছে তার মাই আদর্শ শিক্ষক। তার মার মতাদর্শেই তারা চলেন। তাই মা দিবসটিতে দুই বোন মিলে মাকে বিভিন্ন পুরষ্কার উপহার দেন। মার সঙ্গেই কাটান সারাটি দিন।
মাকে ধরে রাখতে চান টুইঙ্কেল, রিঙ্কী খান্না
সত্তর ও আশি দশকের সব বয়সী দর্শকের হৃদয় স্পর্শ করেন জনপ্রিয় নায়িকা ডিম্পল কাপাডিয়া। দুই মেয়ে টুইঙ্কেল, রিঙ্কী খান্না । টুইঙ্কেল খান্না মায়ের স্বপ্নের পথ ধরে সবসময় চলেছেন। মার মত জনপ্রিয় না হলেও এখনও যে কোন বিষয়ে মার কাছ থেকেই পরামর্শ নেন। ছোট মেয়ে রিঙ্কী খান্নাও বড় বোনকেই অনুসরন করেন। স্বামীর বাড়িতে আজকে যতই ব্যাতিব্যস্ত থাকেন না কেন আজকের এ দিনে টুইঙ্কেল খান্না তার বোনকে নিয়ে মায়ের সঙ্গে সময় কাটাবেন।
মা ববিতাই সব কারিশমা ও কারিনা কাপুরের কাছে
বলিউডের স্বার্থক মা বলা যায় একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ববিতাকে। সত্তর আশির দশকের সফল অভিনেত্রী তিনি। কারিশমা কাপুর ও কারিনা কাপুর। দু’জনই বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। কারিশমা ও কারিনা এখন মা থেকে দূরে থাকলেও মাকে না দেখে থাততে পারেন না। তাই তো আজ মা দিবসে দুই বোনই যাবেন মার সাথে দেখা করতে। মাকে দিবেন মার পছন্দমত পুরষ্কার।
মা অপর্ণা সেনেরই কার্বন কপি কঙ্কনা সেন
মিষ্টি হাসি ও পাগল করা চোখের চাহনি মা-মেয়ে দু’জনের মধ্যেই। মা অপর্ণা সেন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হবার আগে কলকাতার একজন নামী অভিনেত্রী ছিলেন। অন্যদিকে মেয়ে কঙ্কনা সেন বলিউডে নিজের যোগ্যতা দেখিয়েছেন বহুবার। মা দিবসে কঙ্কনা সেন তার মা অপর্ণা সেনকে বিভিন্ন উপহার দেন। অনেক সময় দুজন একসাথে বেড়াতেও যান।
মা দিবসে প্রিয় মাকে ছাড়া জানভি কাপুর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই না ফেরার দেশে চলেন যান ‘চাঁদনি’। প্রয়াত এই অভিনেত্রীর মতো অভিনয় জগতে নাম লিখিয়েছেন তার মেয়ে জানভি কাপুর। এবার মা দিবসে মাকেই হারিয়েছেন জানভি । তাই আজকের দিনটি জানভির জন্য অনেকটাই কষ্টকর। তারপরেও জানভির নিজের মাকে স্মরন করবেন মনকষ্ট আর বেদনা নিয়ে।
আজও মাকে মিস করেন শাহরুখ
মা লতিফ ফাতিমা খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তৎকালীন যে কয়েকজন মুসলিম নারী ওপরে উঠতে পেরেছিলেন, শাহরুখের মা ছিলেন তাদের মধ্যে অন্যতম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি বহুদিন দায়িত্ব পালন করেন। শাহরুখের অভিনয়ে মায়ের কোনো আপত্তি ছিল না। বরং মা-ই অনুপ্রেরণা দিতেন তাকে। শাহরুখ তার মাকে হারান ১৯৯০ সালে। এরপর পেরিয়ে গেছে অনেকটাই বছর। আজও শাহরুখ তার মাকে প্রতিটি বিষয়ে স্মরন করে। মা ছাড়া আজ এই পর্যায়ে কখনই আসতে পারতেন না বলে জানান শাহরুখ। তাই মাকে শুধু াাজকের দিনে নয় বরং প্রতি মুহূর্তেও স¥রন করেন কিং খান।
- ‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’

