ঢাকা, বুধবার ১৮, জুন ২০২৫ ২০:২৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া উপকূলে চলছে ভারী বর্ষণ, জনজীবন স্থবির বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহত ৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

তিন শর্তে রুমা-থানচির কিছু পর্যটন স্থান খুলে দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ৭ জুন ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট শামীম আর রিনি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন তারিখের সভার সিদ্ধান্ত ও বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেড এর সদর দপ্তর ৫ জুন তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে নিম্নবর্ণিত পর্যটন এলাকাসমূহে আগামী ৬ জুন তারিখ থেকে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিম্নোক্ত শর্তসাপেক্ষে এতদ্বারা বাতিল করা হলো।'

ক) থানচি উপজেলা- থানচি থেকে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত
খ) রুমা উপজেলা- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ)

শর্তাবলি: ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থানসমূহ ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গি ও কেএনএফ'র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানকালে ২০২২ সালে ১৭ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন স্থানগুলোতে সকল পর্যটকের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। পরে  এবছর রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র খুলো দেয়া হলেও রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।