ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

দলের প্রয়োজনে রান করতে পেরেই খুশি প্রতিকা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিনের বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় শতরান করেছেন ভারতের নারী ক্রিকেট দলের প্রতিকা রাওয়াল। একই সঙ্গে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন ভারতের এই ওপেনার। দলের প্রয়োজনের সময় ১২২ রানের ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি। ভারতের ইনিংসের পর উচ্ছ্বাস গোপন করেননি।

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিকা বলেছেন, ‘একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছি, এই ব্যাপারটা জানতামই না। সত্যিই আমার ধারণা ছিল না। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলগত ভাবে আমরা ভালভাবে শুরু করতে পারায় বেশি ভাল লাগছে। স্মৃতি মন্ধানার শতরানের ইনিংসটা দুর্দান্ত। আমি চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি সময় ২২ গজে থাকার। লম্বা ইনিংস খেলার কথা ভেবেই মাঠে নেমেছিলাম। শুধু সেটাই চেষ্টা করেছি।’

নিজের ইনিংস নিয়ে প্রতিকা আরও বলেছেন, ‘শুরুতে ব্যাটে-বলে ঠিক মতো হচ্ছিল না। টাইমিংয়ের সমস্যা হচ্ছিল। তবু পিচে পড়ে থাকতে চেয়েছিলাম। একটু ধরে খেলছিলাম। সময় নিচ্ছিলাম। আমরা ইনিংসটা যেভাবে শেষ করেছি, সেটাও দারুণ হয়েছে। সবমিলিয়ে আমরা ভালই ব্যাট করেছি।’

প্রতিকার ১৩৪ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ২টি ছক্কা। পরের দিকে দ্রুত রান তোলার দিকে মন দেন তিনি। প্রথম উইকেটে মন্ধানার সঙ্গে ২১২ রানের জুটি তৈরি করেন।