দুর্গম পাহাড়ের গভীর অরণ্যে ফুলের বাগান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
দুর্গম পাহাড়ের গভীর অরণ্যে ফুলের বাগান
প্রকৃতি থেকে ক্রমশ বিদায় নিচ্ছে শীত। বসন্তের আগমনের পূর্বেই হবিগঞ্জের বাহুবল উপজেলার দুর্গম পাহাড়ের গভীর অরণ্যে ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার বাংলোতে পসরা মেলে বসেছে আগুনঝরা বাহারী রঙের ফুলের মেলা। রমেনা আক্তার নামে এক নারীর শৈল্পিক চিন্তা-ভাবনা আর প্রচেষ্টায় সেখানে অপরূপ সৌন্দর্য্য সৃষ্টি করেছে, তার বাগানে হাসছে এখন নানান রঙের ফুল। এই ফুল দেখে যে কারও চোখ জুড়িয়ে যায়।
অর্ধশত জাতের ফুল রয়েছে তার বাগানে। চন্দ্রমল্লিকা, সাদা ডালিয়া, হাজারী গোলাপ, ডেইজি, পপি, সুইটিলিয়াম, লপিন, ইনকা, ক্যালেন্ডুলা, সিলভিয়া, হেলিক্রিসাম, জারবেরা, পিটুনিয়া, জিনিয়া, দোপাটি, কলাবতিসহ রয়েছে নানা জাতের ফুলের সমাহার। প্রবেশ পথেই থাকা গোল্ডেন শাওয়ার দেখে মুগ্ধ হন সবাই। সুইটিলিয়াম ফুলগুলোর নানান রঙের মিশ্রনে সৃষ্টি করেছে অপরূপ দৃশ্য। বড় বড় সূর্যমুখীগুলো লাগানো হয়েছে বাগানের বিভিন্ন প্রান্তে। এক সারীতে বিভিন্ন রঙের গ্লাডিওলাসগুলো সূর্য়ের আলোয় ঝিকমিক করছে। হলিহক ফুলটির সৌন্দর্য্য ভিন্ন রকমের।
দিনের আলোর সাথে-সাথে ফুল ও গাছগুলোর রঙ বদলায়। দুপুরে সেখানকার দৃশ্য হয় দেখার মত। সকাল বেলার দৃশ্য যে কারও মন ভাল করে দেয়ার জন্য যথেষ্ট। তবে বিকেল বেলা ফুলগুলো দেখে কিছুটা বিষন্নতা দেখা দেয়। সারাদিন ফুলগুলোতে উড়ে বেড়ায় বিভিন্ন রকমের প্রজাপতি। মৌমাছি আসে মধু আহরণে। শুধু বাগানের জমিই নয়। বাংলোর বারান্দার টবেও রয়েছে নানান জাতের ফুল ও গাছ।
ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার বাংলোটি দুর্গম পাহাড়ের গভীর অরণ্যে। যেন একটি নিরাপদ দূর্গ। সেখানেই বসবাস করেন বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন। জেমস ফিনলে কোম্পানির এই বাগানের ব্যবস্থাপকের বাংলো বিশাল এলাকা নিয়ে অবস্থিত হলেও সারাদিন বাগান নিয়ে চিন্তায় মগ্ন ব্যবস্থাকের কল্পনায়ও আসে এটিকে যে নান্দনিক রুপ দেয়া যায়। কিন্তু তার স্ত্রী রমেনা আক্তারের শৈল্পিকভাবনায় বাংলোটি হয়ে উঠেছে বাহারী ফুলের অরণ্যে। হঠাৎ করে কেউ এখানে আসলে চিন্তায় পড়ে যাবেন এটিকে চা বাগান, নাকি ফুলের বাগান?
চা বাগানের বাংলোর তিন একর জায়গা জুড়ে নানান রঙের ফুলের সমারোহ দেখতে আসেন অনেক লোকজন। ফুল দেখে সবাই মুগ্ধ হন। রমেনা আক্তারকে তারা মুগ্ধতা প্রকাশ করে কিভাবে বাগান গড়ে তুলেছেন তা জানতে চান। আবার অনেকেই বীজ ও চারা নেয়ার বায়না ধরেন। রমেনা আক্তার হাসি মুখে সবার বায়না রক্ষা করেন। ফলে রমেনার হাত ধরে এখন অনেক চা বাগানেই গড়ে উঠছে ফুলের বাগান। অনেক রিসোর্টও তার কাছ থেকে বীজ ও চারা নিয়ে বাগান করেছে। নিজের সৃষ্টিকে এভাবে বিলিয়ে দিয়েই আনন্দিত রমেনা আক্তার।
রমেনা আক্তার জানান, ১০ বৎসর যাবত তিনি এই বাগান করছেন। বহু জায়গা ঘুরে নানা জাতের ফুলের গাছ সংগ্রহ করেছেন। সুন্দর ও দুর্লভ ফুলের বীজ ও চারা সংগ্রহ করা তার নেশা। তার স্বামী সৈয়দ গোলাম সাকলাইন ১০ বছর পূর্বে যখন ফুলছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক ছিলেন তখন তিনি শুরু করেন বাগান করা। সেখানেই তিনি বাগান করে সফলতা পান। এই সফলতায় মুগ্ধ হয়ে বিভিন্ন বাগান থেকে আসা তার স্বামীর সহকর্মীদের স্ত্রীরা তার কাছ থেকে সহযোগিতা নিয়ে তারাও ফুলের বাগান গড়ে তুলেন। ৫ বছর পূর্বে তার স্বামী ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন ফয়জাবাদ চা বাগানে। ফলে বিশাল এলাকা নিয়ে বাংলো পেয়ে উৎসাহ বেড়ে যায় রমেনার। তিনি সেখানে আকর্ষনীয় ডিজাইন করে তৈরি করেন বাগান।
রমেনা আক্তার জানান, তিনি প্রতিবছর ফুলের বীজ সংরক্ষণে রাখেন। ফলে খুব বেশী খরচ করতে হয় না। তবে সার ও ওষুধের জন্য অল্প টাকা ব্যয় হয়। আর বাগানের দুই মালি শংকর ও মোহন লাল পরম মমতায় তার সাথে সারাদিন বাগান পরিচর্যায় কাজ করেন। অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হয় বীজ ও চারা লাগানোর কাজ। জানুয়ারির মধ্য সময় থেকে শুরু হয় ফুল আসা। মার্চ মাস পর্যন্ত বাগানে ফুলের আনাগোনা থাকে।
তিনি আরও জানান, আমার এখানে অধিকাংশই আনকমন ফুল। এখন আমি বীজ সংরক্ষণ করি। এর বাহিরে নতুন কোন জাতের সন্ধান পেলে তা সংগ্রহ করে নিয়ে আসি। শুরুতে ঢাকা, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন নার্সারি থেকে বীজ ও চারা সংগ্রহ করেছি। বাগানে শুধু জৈবসার ব্যবহার করি। এই অঞ্চলে অনেকেই সৌখিনভাবে ফুলের বাগান করলেও বাণিজ্যিকভাবে ফুল আবাদ করা সম্ভব। বিশেষ করে গাদা, গোলাপ ও গ্লাডিওলাস বাণিজ্যিকভাবে আবাদ করলে শত শত লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এখানকার পতিত জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
বাগান তৈরির অনুপ্রেরণার বিষয়ে তিনি বলেন, বাগান করতে আমার স্বামী উৎসাহ দিয়েছে। তার সহযোগিতা ছাড়া এ বাগান তৈরি অসম্ভব ছিল।
ফুলের বাগান দেখতে আসা হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দ রওশন সুলতানা বলেন, সত্যিই অসাধারণ। মননশীল মানুষ ছাড়া এধরনের কাজ কেউ করতে পারে না। জেলায় এত সুন্দর বাগান আমরা আর দেখতে পাইনি। রমেনা আক্তার আমার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বাগান করার জন্য বীজ ও চারা দিয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, এই ফুল বাগানের সম্পূর্ণ কৃতিত্ব রমেনা আক্তারের। আমাদেরকে সারাদিন চা বাগান নিয়েই ব্যস্ত থাকতে হয়। রমেনা আক্তার সাংসারিক কাজের বাহিরে এই বাগান করতে প্রচুর সময় ব্যয় করেন। কিন্তু সবাই যখন আমাদের বাগান দেখে আনন্দ পায় তখন আমাদেরও খুব ভাল লাগে।
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- চ্যাটজিপিটির উত্তরে দেখাচ্ছে ‘গ্রকিপিডিয়া’র তথ্য
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ



