ঢাকা, শনিবার ০৩, জুন ২০২৩ ১২:৫৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ রেল দুর্ঘটনা: মৃতদের পরিবার পাবে ১০ লাখ টাকা সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী, মৃত্যু ১ বেড়েই চলছে লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩ নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন

পরীমণি আদালতে হাজিরা দেবেন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণি হাজিরা দেবেন আজ। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে আদালতে উপস্থিত হবেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

গত ২৯ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ১২ মে ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০।

গত ১ মার্চ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানকে দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি পরীমণির মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন আদালত। গত বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অভিযোগপত্রে পরীমণির পাশাপাশি আসামি করা হয়েছে আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে।

২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করে র‌্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। গত ৩১ আগস্ট তার জামিন মঞ্জুর করে আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন নায়িকা।