ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১৭:২৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল সোনার দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

পিরোজপুরে প্রায় ৬৪ হাজার হেক্টর জমিতে আমন চাষ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

পিরোজপুরে চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

পিরোজপুরে চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

পিরোজপুরে চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়ে  সূত্র মতে, গত বছর এ জেলায় ৬১ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হলেও  এ বছর গত বছরের চেয়ে ২ হাজার ৭২৩ হেক্টর অধিক জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

এ বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯২০ মেট্রিক টন। যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ২ হাজার ২ মেট্রিক টন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার জানান,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরেও আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় অতিক্রমও সম্ভব হবে। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের পোকা-মাকড় দমনসহ আমন ধানের ক্ষেত এর পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। 

কৃষকরাও বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা এবং সারের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় আমন ধান চাষে আন্তরিক রয়েছে। ফলে আমন চাষের জমির পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া জেলার প্রায় সর্বত্রই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সুযোগ রয়েছে। তাই কৃষকরা চাষাবাদে অধিক আকৃষ্ট হচ্ছে।