প্রকৃতি প্রেমিকদের টানছে বঙ্গবন্ধু উদ্যান
মনোজ কুমার সাহা, বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
প্রকৃতি প্রেমিকদের টানছে বঙ্গবন্ধু উদ্যান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত বঙ্গবন্ধু উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ কর। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের টানছে বঙ্গবন্ধু উদ্যান। এ উদ্যানে প্রকৃতির কোলে রয়েছে ওয়াকওয়ে। নির্মাণ করা হয়েছে বিশ্রমাগার। রয়েছে বিশাল খেলার মাঠ। পিকনিক করার পাশাপাশি খেলাধূলা, বেড়ানোসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকছে এ উদ্যানে। গ্রামীণ পরিবেশ ঠিক রেখে বঙ্গবন্ধু উদ্যানের সৌন্দর্য বর্ধণ করা হয়েছে।
উদ্যানটি গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে অবস্থিত। উদ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছে। তাই এখানে দর্শনার্থীরা খুব সহজে আসতে পারছেন।
সুকতাইল গ্রামের চৌধুরী মিজানুর রহমান টিটো (৫২) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক বার পাইকেরডাঙ্গার এ মাঠে সভা-সমাবেশ করেছেন। এ মাঠে সরকারী উদ্যোগে ৩০ বছর আগে বৃক্ষ রোপণ করে উদ্যান তৈরি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আম্লান স্মৃতি ধরে রাখতে স্থানীরা এ উদ্যানের নামকরণ করেন বঙ্গবন্ধু উদ্যান।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধু উদ্যানকে ইকো ট্যুরিজম পার্ক করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি তিন বছর আগে এ উদ্যানে এসে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। তারপর এখানে হাটার প্রশস্ত রাস্তা, বিশ্রামগারসহ প্রয়োজনীয় সব কিছু নির্মাণ করে দিয়েছেন। এখন উদ্যানটি এলাকার মানুষের কাছে পছন্দের একটি স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই মানুষ এখানে ঘুরতে আসেন। এটিকে কেন্দ্র করে এলাকার মানুষের আর্থ সমাজিক অবস্থার পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তৃষা মণি বলে, আমাদের চিত্ত বিনোদনের কোন জায়গা ছিল না। জেলা প্রশাসন গ্রামের মধ্যে বঙ্গবন্ধু উদ্যানের সৌন্দর্য বর্ধণ করে দিয়েছে। এখন এখানে আমরা ঘুরতে আসি। স্বজনদের সাথে সময় কাটাই। এখানে আসলেই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন ভালো করে দেয়। এখানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে দর্শনার্থী আরো বৃদ্ধি পাবে।
গোপীনাথপুর গ্রামের আইনজীবি মিলন শরীফ (৪০) বলেন, উদ্যোগটি অনন্য সাধারণ। বঙ্গবন্ধু উদ্যানের সবুজ প্রকৃতি খুবই মনোরম। প্রকৃতি প্রেমীও ভ্রমণ পিপাসুদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এটি হবে গোপালগঞ্জের অন্যতম ট্যুরিজম স্পর্ট। এটিকে কেন্দ্র করে পাইকেরডাঙ্গার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে।
দর্শনার্থী গৃহবধূ উনজিরা বেগম (২১) বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের উদ্যানটি খুবই সুন্দর। এ উদ্যানের সাথে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এখানে এসে সৌন্দর্য উপভোগ করে আমি বিমোহিত। প্রকৃতির টানে এ স্থানে বারবার আসব।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী উজ্জ্বল মন্ডল বলেন, বঙ্গবন্ধু উদ্যানের আয়তন ২৫ একর। জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশনা ও পরিকল্পনায় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বঙ্গবন্ধু উদ্যানকে নররূপে সাজিয়েছেন।
তিনি জানান, এটিকে দর্শনার্থী বান্ধব ও ট্যুরিষ্ট স্পর্ট হিসেবে গড়ে তুলতে এখানে পর্যটন কর্পোরেশনের বরাদ্দকৃত ৪০ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৫৫০ ফুট দীর্ঘ হাটার রাস্তা, ৮টি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানর বরাদ্দকৃত আরো ৫০ লাখ টাকা ব্যয়ে ওয়াশরুম, ২টি রান্নাঘর, ২টি কফিশপ,একটি বাস বে, ১টি গোল চক্কর, সার্ভিস এরিয়ার নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। এ কাজগুলো শেষ হলে এটি একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম স্পর্টে পরিণত হবে।
তিনি বলেন, দর্শনার্থীরা এখানে এসে এখনই পিকনিক করতে পারছে। এলাকার মানুষ এখানে প্রাতঃভ্রমণসহ শরীর চর্চার সুযোগ পাচ্ছেন। এটিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নতুন আশার আলো সঞ্চার হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি । এখানে বঙ্গবন্ধুর হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রতিদিন হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। তাদের গোপালগঞ্জ সম্পর্কে জানান দিতে আমরা এ জেলাকে পর্যটক জোনে পরিণত করতে চাই।
তিনি আরও বলেন, এখানে এসে একটি মানুষ যাতে ভালভাবে সময় কাটাতে পারে, আমরা সেই রকম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। তারা যেন এটিকে দেখে সারজীবন মনে রাখতে পারেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বঙ্গবন্ধু উদ্যানের ২৫ একর সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছিল। আমরা এটিকে দখল মুক্ত করে তারকাটা দিয়ে ঘিরে দেই। তারপর আমরা সৌন্দর্য বর্ধণের কাজ শুরু করি।
তিনি বলেন, দর্শনার্থীদের জন্য এ উদ্যানকে ইতিমধ্যে উন্মুক্ত করে দিয়েছি। এরআগে থেকেই এখানে দর্শণার্থী সমাগম হয়ে আসছে। এটিকে আমরা পূর্নাঙ্গ ইকো ট্যুরিজম স্পর্টে পরিণত করব। উদ্যানটি সরকারিভাবে রক্ষাণা-বেক্ষণ করা হবে।
তিনি বলেন, পর্যটক টানতে সবধরণের আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ট্যুরিজম স্পর্ট জেলার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এটি জেলার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
- ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
- নারীর অংশগ্রহণে গড়ে উঠুক নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- রোকেয়া দিবস আজ
- ‘ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা’
- যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার
- জাপানে ভূমিকম্পে আহত ৩০, বিদ্যুৎবিচ্ছিন্ন ২ সহস্রাধিক বাড়িঘর
- সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা : কেয়া পায়েল
- ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
- ‘এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম’
- তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু আগামীকাল
- জনবল-অবকাঠামো সংকটে অব্যবহৃত ৮০টি হাসপাতাল ভবন: বিশেষ সহকারী
- চুল লম্বা করতে চাইলে কী খাবেন?
- আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
- আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
- রোকেয়া দিবস আজ
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- বিয়ে ভেঙে দিলেন স্মৃতি
- আবারও বেড়েছে মূল্যস্ফীতি
- আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
- চুল লম্বা করতে চাইলে কী খাবেন?
- হাড় শক্তিশালী করবে যেসব খাবার
- নিজেকে ‘সৌভাগ্যবতী’ বললেন ঋতুপর্ণা
- মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
- বিজয় দিবসে পতাকা হাতে বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের
- অপরিপক্ব নবজাতককে পুকুর ফেলে দিলো মা
- বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা

