ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ২:২২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

প্রবাস ফেরত স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রবাস ফেরত স্বামীকে নিয়ে দুই স্ত্রীর মধ্যে ধাক্কাধা‌ক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের। এসময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলাবা‌হিনীর সদস্যদের হিমি‌শিম খে‌তে হয়। বিষয়টি মীমাংসার জন্য তিনজনকেই যেতে হয় থানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কুয়েতফেরত প্রবাসী মাইনুল বিমানবন্দ‌রে না‌মেন। দেশে ফিরে বিপদেই পড়েন স্বামী। তাকে নি‌তে তার দুজন স্ত্রী হাজির হন শাহজালাল বিমানবন্দরে। কাকে ফেলে কার সা‌থে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর ম‌ধ্যে ধাক্কাধা‌ক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রবাসী মাইনুলের গ্রা‌মের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। ওই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এ অবস্থায় মাইনুলকে রিসিভ করতে আসেন তার দুই স্ত্রী।

একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে গন্তব্য রওনা হওযার সময় আরেক স্ত্রী তা‌কে গা‌ড়ি থে‌কে টে‌নে বের করার চেষ্টা ক‌রেন। মুহূর্তেই উৎসুক জনতার ভিড়।

-জেডসি