ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

বাজারে উঠেছে শীতকালীন হরেক সবজি

সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

শীতের সবজি শিম

শীতের সবজি শিম

শীত আসতে এখনও ঢের বাকি। তাই বলে থেমে থাকেনি শীতের সবজির সরবরাহ। শীত আসার আগেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে আসছে শীতকালীন সবজি। তবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

 

বিক্রেতাদের দাবি, শীতের সবজি এখনও পুরোপুরিভাবে আসা শুরু করেনি। পুরোপুরিভাবে আসলেই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে সবজির দাম।

 

আজ বুধবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, নানা ধরনের শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শীতকালীন সবজির মধ্যে পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি এবং টমেটোসহ নানা ধরণের সবজি। এছাড়া পালংশাক, মূলাশাক, লাউশাকসহ নানা ধরনের শাক পাওয়া যাচ্ছে বাজারে।

 

বাজার ঘুরে দেখা যায়,শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে নতুন গোল বেগুন ৫০-৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে দেখা যায়। শিমের দাম চলতি সপ্তাহে ১১০- ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বর্তমানে বাজারে সীমিত পর্যায়ে মুলা, পালংশাক,মূলাশাক,লাউশাক উঠলেও তা দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। দামও বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। শীতকালীন শাক একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে। কোন জায়গায় শাকভেদে একমুঠা ২০ টাকা আবার কোন জায়গায় ১৫ টাকা। দামের কোন বালাই নেই। তারপেরও ক্রেতারা কিনছেন।

 

বিক্রেতারা বলছেন, আগামী মাসের শুরুতে বাজারে শীতকালীন সব ধরনের শাক-সবজি পাওয়া যাবে। শান্তিনগর বাজারের বিক্রেতা শাহজাহান জানান, বিভিন্ন এলাকায় জমিতে শীতের আগাম শাক-সবজি চাষ করা হয়েছে। এ কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। সামনের মাস থেকে শীতকালীন সবজির দাম কমতে পারে।

 

বাড্ডা কাঁচাবাজারের সবজি বিক্রেতা নাজমুল বলেন, শীতকালীন সবজি এখনও বাজারে খুব বেশি আসেনি। এখন যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলো প্রায় সারাবছর জুড়েই পাওয়া যায়। তবে শীতকালীন কপি এবং সিমসহ কিছু সবজি আসতে শুরু করেছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাজারে শীতের সবজির আমদানি বাড়বে। তখন দামও কমবে।

 

শিম, লাউশাকসহ বেশকিছু শীতকালীন সবজি কিনে ঘরে ফেরার সময় গুলশান গুদারাঘাট এলাকার এলাকার বাসিন্দা রাফি রহমান জানান, শীতকালীন সবজি বলতে এখন কিছু নেই। সবসময়ই সব সবজি পাওয়া যায়। এ কারণে শীতের সবজির সেই স্বাদ এখন আর নেই। তারপেরও নতুন সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে। তাই এগুলো কিনলাম।

 

হাজীপাড়া এলাকার বাসিন্দা ডালিয়া নাসরিন রিক্তা বলেন,শীতকালীন সবজি পাওয়া গেলেও সব কিছুর দাম বাড়তি। তাই অল্পই কিনছি।