ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:১১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়াকে ৫১ কোটি টাকার পুরস্কার!

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আইসিসি মহিলা বিশ্বকাপে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার পর নারী ক্রিকেট দলের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার জন্য ঘোষণা করা হয়েছে ৫১ কোটি টাকার নগদ পুরস্কার। শুধু খেলোয়াড় নয়, দলের কোচ এবং সাপোর্ট স্টাফরাও এই পুরস্কারের অংশীদার হবেন।
দেবজিৎ সইকিয়া আরও জানান, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে মেয়েদের ক্রিকেটে একের পর এক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। 
তার কথায়, জয় শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই মেয়েদের ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পুরুষ ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের মধ্যে যে পার্থক্য ছিল, সেই বেতন সমতার বিষয়টি সমাধান করা হয়েছে। গত মাসেই জয় শাহ মেয়েদের পুরস্কারমূল্য ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। আগে যেখানে পুরস্কারমূল্য ছিল ২.৮৮ মিলিয়ন ডলার, এখন তা বেড়ে হয়েছে ১৪ মিলিয়ন ডলার। এই পদক্ষেপ মেয়েদের ক্রিকেটে এক নতুন গতি এনে দিয়েছে।
সইকিয়া আরও বলেন, ১৯৮৩ সালে কপিল দেবের হাতে প্রথম বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে যেমন এক নতুন যুগের সূচনা হয়েছিল, তেমনি আজ হারমানপ্রীত কৌরদের জয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল। তারা শুধু ট্রফি জেতেননি, জয় করেছেন গোটা দেশের মন। তাদের এই জয় আগামী প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কার টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের কাছে শুধু আর্থিক পুরস্কার নয়, বরং তাদের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি। নারী ক্রিকেটের উত্থানে এই জয় নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ২৪৬ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতীয় নারী দল। ঝুলন গোস্বামী, মিতালী রাজরা যা পারেননি, রবিবার সেটাই করে দেখালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারা। নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারীদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।