বিশ্বসেরা একাদশ ঘোষণা , নেই বাংলাদেশের কেউ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার দলনেতা লরা উলভার্ট।
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। শ্রীলংকার কোনো খেলোয়াড়ও নেই এতে।
আইসিসির ঘোষিত সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার দলনেতা লরা উলভার্ট। একাদশে জায়গা পাননি শিরোপাজয়ী ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর।
আট দলের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১টি করে জয় ও ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন ভারত, রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া দল থেকে তিনজন করে ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ড থেকে একজন করে।
একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানাকে। ১৩তম বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক উলভার্ট।
৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেন উলভার্ট। তার ব্যাটিং গড়- ৭১.৩৭ এবং স্ট্রাইক রেট ৯৮.৭৮। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন উলভার্ট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।
পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপের এক আসরে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার উলভার্ট। ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরির প্রথম রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মান্ধানা। ৯ ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতকে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান করেন তিনি।
তিন নম্বরে রাখা হয়েছে ভারতের জেমিমা রদ্রিগেজকে। ৭ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯২ রান করেন তিনি। সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন জেমিমা। তার ইনিংসের উপর ভর করে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে রেকর্ড জয়ের স্বাদ পায় ভারত।
ব্যাটিং অর্ডারে চার নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপকে। ব্যাট হাতে ২০৮ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেন তিনি।
২টি সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরিতে ৩২৮ রান ও ৭ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। বিশ্বকাপ চলাকালীন আইসিসি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠেন তিনি।
ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে রাখা হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের দিপ্তি শর্মা। ৭ ইনিংসে ৩ ফিফটিতে ২১৫ রান এবং আসরের সর্বোচ্চ ২২টি উইকেট নিয়েছেন এই অফ-স্পিনার। শিরোপা নির্ধারনী ম্যাচে ৫৮ রান ও ৫ উইকেট নেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। ৭ ইনিংসে ১৭ উইকেট শিকারের পাশাপাশি ১১৭ রান করেছেন তিনি।
সাদারল্যান্ডের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্ক। ২০৮ রানের পাশাপাশি ৯ উইকেট শিকার করেছেন তিনি।
একাদশে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক সিদ্রা নাওয়াজ। ৫ ইনিংসে মাত্র ৬২ রান করলেও উইকেটরক্ষক হিসেবে ৪টি করে ক্যাচ ও স্টাম্প আউট করেছেন তিনি। এবারের আসরে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করে পাকিস্তান।
স্পিনার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ও ইংল্যান্ডের সোপি এক্লেস্টোন। ৭ ম্যাচে কিং ১৭.৩৮ গড়ে ১৩ এবং একলেস্টন ১৪.২৫ গড়ে ১৬ উইকেট শিকার করেন।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ব্যাট হাতে ২৬২ রান ও ৯ উইকেট শিকার করেছেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), স্মৃতি মান্ধানা (ভারত), জেমিমা রদ্রিগেজ (ভারত), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), দিপ্তি শর্মা (ভারত), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নেডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), সিদ্রা নাওয়াজ (উইকেটরক্ষক, পাকিস্তান), অ্যালান কিং (অস্ট্রেলিয়া), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড)।
দ্বাদশ খেলোয়াড়: ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)।
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
- ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি
- নাসরিনের অধিনায়ক সানজিদা, সাবিনা-মাসুরারা অন্য ক্যাম্পে
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
- বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
- হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা
- খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়
- আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
- ‘পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’
- আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে : প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- তলবের ১০ মিনিটেই হাজির জেডআই খান পান্না, চাইলেন নিঃশর্ত ক্ষমা
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া











