ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:০৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বিসিবি থেকে সরে যাচ্ছেন ফারুক, আসছেন বুলবুল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেট অঙ্গনে এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিসিবি সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

২০০ কোটি টাকার অনিয়ম ও একনায়কতন্ত্রের অভিযোগ, জাতীয় দলের ধারাবাহিক ভরাডুবি—বোর্ড সভাপতি হিসেবে যেন শনির রেশ কাটছেই না ফারুক আহমেদের। তার জন্যই কি তাকে এই পদে রাখতে অনিচ্ছুক সরকার? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কৌশল?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আরেক দফা বড়সড় পালাবদলের ছক কষা হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে গোপন এক বৈঠকে ফারুক আহমেদকে জানানো হয়েছে—বোর্ডের শীর্ষপদে তারা পরিবর্তন চাইছেন। কিন্তু কেন এই পরিবর্তন? তবে কেন পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা পাননি ফারুক। 

পরিস্থিতির এমন ঘূর্ণাবর্তে অনেকেই প্রশ্ন তুলছেন—ফারুক কি স্বেচ্ছায় সরে দাঁড়াতে যাচ্ছেন, না কি সরকারের একপ্রকার চাপেই পদ ছাড়তে বাধ্য হচ্ছেন? যদিও নির্বাচিত সভাপতি হিসেবে ফারুককে সরিয়ে দেওয়ার এখতিয়ার আইসিসির নিয়মে সরকারের নেই, তবুও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হওয়ায় কিছুটা জায়গা থেকে যায়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই বিসিবিতে জায়গা করে নিয়েছিলেন ফারুক। এনএসসির মনোনয়নে পরিচালক হয়ে আসার পর পরিচালকদের ভোটে তিনি বোর্ডের সভাপতি হন। সেসময় সরিয়ে দেওয়া হয় পুরোনো শিবিরের জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমকে। কিন্তু মাত্র নয় মাস যেতে না যেতেই সেই ফারুককেই সরানোর ইঙ্গিত মিলছে সরকারের শীর্ষ মহল থেকে।