ঢাকা, মঙ্গলবার ০৮, জুলাই ২০২৫ ১৮:২০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, একই পরিবারের দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ একই পরিবারের ৩ জন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ একই পরিবারের ৩ জন

যশোরে ঝিকরগাছায় এসিড নিক্ষেপে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। এর মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে। ভুক্তভোগী পরিবারটি বলছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালীতে এসিড হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, বছর চারেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রিপার। এরপর থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন এ নারী। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে রিপা। এতে ক্ষিপ্ত হন জসিম।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে জসিম। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। তাদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে মিা, ছেলে ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, ‘এসিডে শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মা ও বোন আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’